চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নিশাত সুলতানা পেলেন ডায়ানা অ্যাওয়ার্ড

০৩ জুলাই ২০২৩, ১১:০০ AM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:২৫ AM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নিশাত সুলতানা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নিশাত সুলতানা © সংগৃহীত

আন্তর্জাতিক `ডায়ানা অ্যাওয়ার্ড' পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নিশাত সুলতানা চৌধুরী। শিক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ পুরস্কার দেওয়া হয়েছে। তিনি ‘এক টাকায় শিক্ষা’ ফাউন্ডেশনের সহ-প্রতিষ্ঠাতা। 

নিশাত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগের ১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি বলেন, এক টাকায় শিক্ষা ফাউন্ডেশনের জন্য এটি প্রথম আন্তর্জাতিক স্বীকৃতি। এরকম আন্তর্জাতিক অর্জন স্বেচ্ছাসেবী কাজের অগ্রগতি বাড়িয়ে দেয়। এ অর্জনের ফলে আরও বেশি সামাজিক উন্নয়নে ভূমিকা রাখতে পারবে আমাদের টিম।

২০১৭ সাল থেকে টাকার অভাবে পড়তে না পারা শিক্ষার্থীদের সহযোগিতা এবং শিক্ষা সামগ্রী প্রদানের মাধ্যমে কাজ করছে এক টাকায় শিক্ষা ফাউন্ডেশন। ২০২০ জয় বাংলা ইয়ুথ এওয়ার্ডও পেয়েছে সংগঠনটি।

১৯৯৯ সালে সামাজিক উদ্যোগ ও মানবাধিকার ইস্যুতে কাজ করা ৯ থেকে ২৫ বছর বয়সী তরুণদের কাজের স্বীকৃতি দিতে ডায়ানা অ্যাওয়ার্ড প্রবর্তন করা হয়। ব্রিটিশ রাজ পরিবারের পক্ষে প্রিন্সেস ডায়ানার নামে তার দুই ছেলে প্রিন্স হ্যারি ও প্রিন্স উইলিয়াম এ পুরস্কারটি প্রবর্তন করেন। পুরস্কারটি একই নামের দাতব্য সংস্থা কর্তৃক দেওয়া হয়।

‘শহীদের মায়ের আবেগকে অবমাননা অমানবিক ও নিন্দনীয়’
  • ৩১ জানুয়ারি ২০২৬
জুলাইয়ে শহীদ সাংবাদিক মেহেদির বাবাকে মারধর, অভিযোগ বিএনপির …
  • ৩১ জানুয়ারি ২০২৬
নিজ বাসা থেকে রাবি ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ৩১ জানুয়ারি ২০২৬
ব্যাটারি ও মোবাইল উৎপাদনে শুল্ক কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে: …
  • ৩০ জানুয়ারি ২০২৬
আমাদের শহীদ ও গুম হওয়া বন্ধুরা এই বাংলাদেশই দেখতে চেয়েছে: ফ…
  • ৩০ জানুয়ারি ২০২৬
এনসিপির ইশতেহারে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্…
  • ৩০ জানুয়ারি ২০২৬