ঢাবি ভর্তিতে আসনপ্রতি সর্বোচ্চ প্রার্থী বিজ্ঞানে, কম বিজনেস স্টাডিজে

ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার জন্য আজ বেলা সাড়ে ১২টা পর্যন্ত আবেদন করেছেন দুই লাখ ৮৩ হাজারের বেশি ভর্তিচ্ছু। তবে রাত ১২টা পর্যন্ত আবেদন তিন লাখের কাছাকাছি চলে যেতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। আবেদন প্রক্রিয়া শেষ হচ্ছে আজ সোমবার (২০ মার্চ)। 

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এবার প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাঁচ হাজার ৯৬৫টি আসন রয়েছে। মোট আবেদন ২ লাখ ৯০ হাজার হলে প্রতি আসনের জন্য প্রায় ৫০ জনের লড়াই হবে। তবে ইউনিট ভেদে এ সংখ্যা কম বেশি হবে।

জানা গেছে, সোমবার দুপুর পর্যন্ত কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে আবেদন পড়েছে ১ লাখ ১৫ হাজার ৮৫৪টি। মোট আসন দুই হাজার ৯৩৪টি। সে হিসেবে আসন প্রতি লড়াই হতে পারে প্রায় ৪০ জনের।

বিজ্ঞানে এক হাজার ৮৫১টি আসনের বিপলীতে এ পর্যন্ত আবেদন পড়েছে ১ লাখ ২২ হাজার ১২৬টি। আসন প্রতি লড়াই হবে ৬৬ জনের বেশি। বিজনেস স্টাডিজে এক হাজার ৫০টি আসনের জন্য আবেদন করেছেন ৩৯ হাজার আটজন। আসন প্রতি প্রার্থী প্রায় ৩৮ জন।

এ ছাড়া চারুকলা ইউনিটে ১৩০টি আসন রয়েছে। এ পর্যন্ত ৬ হাজার ৪৫৩টি আবেদন পড়েছে। আসন প্রতি লড়াই হবে প্রায় ৫০ জনের। রাত ১২টা পর্যন্ত আবেদনের সুযোগ থাকলেও আবেদনের সংখ্যা আর খুব বেশি হওয়ার সম্ভাবনা কম বলে জানা গেছে। গত বছর পাঁচটি ইউনিটে মোট দুই লাখ ৯০ হাজার ৩৪১ জন আবেদন করেন।

বিশ্ববিদ্য়ালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটের অধ্যাপক মো. শরিফুল ইসলাম বেলা সাড়ে ১২টার দিকে দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, এ পর্যন্ত আবেদন পড়েছে ২ লাখ ৮৩ হাজার ৪৪১টি। আজ সোমবার রাত ১২টা পর্যন্ত আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। সে হিসেবে ২ লাখ ৯০ হাজার ছাড়িয়ে যেতে পারে আবেদন সংখ্যা।

জানা গেছে, ভর্তি পরীক্ষার জন্য আবেদনকারীরা আগামী ১৮ এপ্রিল থেকে পরীক্ষার এক ঘন্টা আগে পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। বিজ্ঞান ইউনিট, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, বিজনেস স্টাডিজ ইউনিট এবং চারুকলা ইউনিটে এবার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।


সর্বশেষ সংবাদ