রাবির প্রগতিশীল শিক্ষক সমাজের নতুন আহবায়ক অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন

অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন
অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন  © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের স্টিয়ারিং কমিটির আহবায়ক পদে নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইংলিশ অ্যান্ড আদার ল্যাঙ্গুয়েজেজ-এর পরিচালক অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন। 

রবিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক খলিলুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। এদিন সকাল নয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনের শিক্ষক লাউঞ্জে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এবার নির্বাচনে দুই প্যানেলে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

এ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক খলিলুর রহমান জানান, নির্বাচনে প্রগতিশীল শিক্ষক সমাজের ৪৫৭ জন সদস্য ভোট দিয়েছেন। এর মধ্যে ২৭৪ ভোট পেয়ে আহবায়ক পদে বিজয়ী হয়েছেন আব্দুল্লাহ আল মামুন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে ২৭২ ভোট পেয়েছেন ইলেকট্রিক এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের ড. আবু বকর মো. ইসমাইল।

আরও পড়ুন: বছরব্যাপী বিনামূল্যে দুধ পাবে ৩০০ বিদ্যালয়ের শিক্ষার্থী

এছাড়া ২০টি সদস্য পদের মধ্যে বিজয়ীরা হলেন সমাজকর্ম বিভাগের অধ্যাপক মো. রবিউল ইসলাম, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মো. জাহানুর রহমান, প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মুহা. রেজাউল কিরম, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে, প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম, ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মো. বাবুল ইসলাম। 

লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক এ.এইচ.এম. কামরুল আহসান, আইন বিভাগের অধ্যাপক মো. হাসিবুল আলম প্রধান, জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক শাহরিয়ার জামান, শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. সালাহ্ উদ্দিন, হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক মো. সাইয়েদুজ্জামান, দর্শন বিভাগের অধ্যাপক মো. রোকনুজ্জামান, ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক আব্দুল্লাহ আল মারুফ।

ফার্মেসি বিভাগের অধ্যাপক মীর ইবনে ওয়াহিদ, বাংলা বিভাগে অধ্যাপক মিজানুর রহমান খান, গণিত বিভাগের অধ্যাপক নাসিমা আখতার, ইতিহাস বিভাগের অধ্যাপক শায়খুল ইসলাম মামুন জিয়াদ, মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক বিশ্বনাথ শিকদার, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক এস. এম. এক্সাম উল্লাহ ও ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক মো. এনায়েত হোসেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence