প্রিয় সিনেমার নাম জানালেন তারেক রহমান

২৯ জানুয়ারি ২০২৬, ০৬:৪৪ PM , আপডেট: ২৯ জানুয়ারি ২০২৬, ০৬:৪৭ PM
তারেক রহমান

তারেক রহমান © ফাইল ছবি

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তনের পর থেকেই দেশের রাজনীতিতে নতুন করে আলোড়ন তুলেছেন। সমাবেশে জনসমাগম, কৌশলগত বার্তা ও ভবিষ্যৎ পরিকল্পনার ইঙ্গিত সব মিলিয়ে তিনি এখন রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে।

এই প্রেক্ষাপটে আন্তর্জাতিক প্রভাবশালী সাময়িকী টাইম ম্যাগাজিন তাকে আখ্যা দিয়েছে ‘বাংলাদেশের প্রত্যাবর্তিত সন্তান’ হিসেবে। প্রতিবেদনটি প্রকাশের পর রাজনীতির অন্দর-বাহিরে তৈরি হয়েছে নতুন তর্ক, উত্তাপ ও কৌতূহল।

প্রতিবেদনে তারেক রহমানের ব্যক্তিগত পছন্দ, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি এবং ভবিষ্যৎ ভাবনার নানা দিক তুলে ধরা হয়েছে। সেখানে বলা হয়, লন্ডনে অবস্থানকালে তার প্রিয় সময় কাটানোর জায়গা ছিল রিচমন্ড পার্ক যেখানে তিনি হাঁটতেন, চিন্তায় ডুবে থাকতেন কিংবা ইতিহাসভিত্তিক বই পড়তেন।

নিজের প্রিয় চলচ্চিত্র হিসেবে তিনি উল্লেখ করেছেন হলিউডের জনপ্রিয় সিনেমা এয়ার ফোর্স ওয়ান। এ প্রসঙ্গে তারেক রহমান বলেন, “আমি সম্ভবত আটবার সিনেমাটি দেখেছি।” টাইম জানায়, সিনেমাটির সংলাপ ও প্রতীকী বার্তা থেকেও তিনি অনুপ্রেরণা খুঁজে নেন।

প্রতিবেদনে তাকে একজন তথ্যনির্ভর ও পরিকল্পনামুখী নীতিনির্ধারক হিসেবে উপস্থাপন করা হয়েছে। তার ভাবনায় রয়েছে জলস্তর পুনরুদ্ধারে ১২ হাজার মাইল খাল খনন, ভূমির অবক্ষয় রোধে বছরে পাঁচ কোটি গাছ রোপণ এবং দূষণে বিপর্যস্ত রাজধানীর জন্য ৫০টি নতুন সবুজ এলাকা গড়ে তোলার পরিকল্পনা।

এ ছাড়া আবর্জনা পোড়ানো বিদ্যুৎ জেনারেটর স্থাপন, অভিবাসী শ্রমিকদের দক্ষতা বাড়াতে কারিগরি কলেজ পুনর্গঠন এবং চাপের মুখে থাকা স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে সহায়তা দিতে বেসরকারি হাসপাতালের সঙ্গে অংশীদারত্বের কথাও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

প্রতিবেদনের একপর্যায়ে নিজের অবস্থান ব্যাখ্যা করতে তারেক রহমান ব্যবহার করেন একটি জনপ্রিয় চলচ্চিত্রের সংলাপ। যদিও সেটি এয়ার ফোর্স ওয়ান নয়, বরং স্পাইডার-ম্যান থেকে নেওয়া। তিনি বলেন, “মহান শক্তির সঙ্গে মহান দায়িত্ব আসে আমি এতে গভীরভাবে বিশ্বাস করি।”

এবার সেই ইউএনও ওএসডি
  • ২৯ জানুয়ারি ২০২৬
ভোটাধিকার হরনকারীরা দেশ থেকে পালিয়ে গেলেও আরেকটি দলের ষড়যন্…
  • ২৯ জানুয়ারি ২০২৬
হবিগঞ্জে এনসিপির অন্তর্বিরোধ, ১৩ নেতার একযোগে পদত্যাগ
  • ২৯ জানুয়ারি ২০২৬
রাজবাড়ী-২ আসনের ১১ দলীয় জোটের প্রার্থীর বিরুদ্ধে অপপ্রচারের…
  • ২৯ জানুয়ারি ২০২৬
এনসিপির ইশতেহারে যা থাকছে
  • ২৯ জানুয়ারি ২০২৬
জনসভায় বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিএনপ…
  • ২৯ জানুয়ারি ২০২৬