‘বিশ্ববিদ্যালয় সরকার দ্বারা নিয়ন্ত্রিত হলে সেটি আর বিশ্ববিদ্যালয় থাকে না’

১৮ নভেম্বর ২০২২, ১২:৪৭ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:৪৭ PM
অধ্যাপক মুনতাসির মামুন

অধ্যাপক মুনতাসির মামুন © টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) জন্মদিন উদযাপন অনুষ্ঠান পালিত হয়েছে। এতে বক্তব্য রাখেন চবি বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক ড. মুনতাসির মামুন। উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাসান মাহমুদ। 

মুখ্য আলোচক হিসেবে ড. মুনতাসির মামুন তার বক্তব্যে বলেন, ‘বিশ্ববিদ্যালয় সরকার দ্বারা নিয়ন্ত্রিত হলে সেটি আর বিশ্ববিদ্যালয় থাকে না। এটি বঙ্গবন্ধু অনুধাবন করেছিলেন। তাই তিনি দেশ স্বাধীন হওয়ার পর বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন দেন। দেওয়ার পরপর তিনি অধ্যাপক আব্দুর রাজ্জাককে বলেন, স্যার স্বায়ত্তশাসন তো দিলাম, আপনারা কি রক্ষা করতে পারবেন? আমি বিশ্ববিদ্যালয়ের সাথে পঞ্চাশ বছর যুক্ত।  আমি ভেতর থেকেই বলতে চাই আমরা তা রক্ষা করতে পারিনি।’ 

তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়কে স্বায়ত্তশাসন দেওয়া হয়েছে আদর্শ স্থাপন করার জন্য৷ এই আদর্শ নিয়ে অন্যান্য স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো চলবে।’ 

তিনি আরো বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সকল পর্যায়ে বিকেন্দ্রীকরণ থাকবে কিন্তু সর্ব পর্যায়ের নির্বাচন বন্ধ করতে হবে। কারণ, একজন ডিন যখন নির্বাচনে দাড়ান তখন তিনি নবনিযুক্ত একজন লেকচারের কাছে ভোট চাইতে হয়। মিনতি করতে হয় যে, আমাকে ভোট দেন। পরবর্তীতে এই লেকচারার এই ডিনকে আর সেভাবে মানতে চান না। সিনিয়র জুনিয়র শিক্ষকদের যে একটা অদৃশ্য হায়ারার্কি থাকে তা হারিয়ে যায়৷ তাই আগের প্রথা যা সিনিয়রিটির দ্বারা করা হতো সেটিই ভালো এবং প্রয়োজন।’

নওগাঁয় ডাম্প ট্রাকের চাপায় ৫ জনের মৃত্যু
  • ৩১ জানুয়ারি ২০২৬
ইউজিসির পিএইচডি স্কলারশিপে মনোনীত হয়েছেন নজরুল বিশ্ববিদ্যাল…
  • ৩১ জানুয়ারি ২০২৬
রাজু ভাস্কর্যে শিবিরের ‘হ্যাঁ’ ভোটের বিলবোর্ড, গভীর রাতে স…
  • ৩১ জানুয়ারি ২০২৬
জনবল নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, কর্মস্থল ঢাকা
  • ৩১ জানুয়ারি ২০২৬
পে স্কেলের দাবিতে আন্দোলনরত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নত…
  • ৩১ জানুয়ারি ২০২৬
নামের সিরিয়াল নিয়ে বাগবিতণ্ডা, যুবদল কর্মীর মারধরে স্বেচ্ছা…
  • ৩১ জানুয়ারি ২০২৬