শতাধিক বিশ্ববিদ্যালয়ের ডোমেইন পরিবর্তনের নির্দেশনা আসছে

ইউজিসি
ইউজিসি  © টিডিসি ফটো

দেশের সরকারি-বেসরকারি সব বিশ্ববিদ্যালয়কে একই ধরনের ডোমেইনের আওতায় নিয়ে আসতে যাচ্ছে বিশ্ববিদ্যালয়গুলোর তদারকি সংস্থা ইউজিসি। শিগগিরই এ বিষয়ে নির্দেশনা জারি করে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে চিঠি পাঠানো হবে।

ইউজিসি সূত্রে জানা গেছে, বর্তমানে দেশের ১৫৮টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৪৪টি বিশ্ববিদ্যালয়ের একই ধরনের ওয়েবসাইটের ডোমেইন সাফিক্স ‘ডটএসিডটবিডি’ রয়েছে। সে হিসেবে ইউজিসির নির্দেশনার পর ডোমেই সাফিক্স পরিবর্তন করতে হবে ১১৪টি বিশ্ববিদ্যালয়ের।

আরও পড়ুন: গ্রেফতারি পরোয়ানা নিয়েও প্রকাশ্যে ছাত্রলীগের ৫ নেতা

বিশ্ববিদ্যালয়গুলোর ওয়েবসাইটের তথ্য বিশ্লেষণে দেখা যায়, দেশের চারটি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৩টি বিশ্ববিদ্যালয়ের একই ধরনের ডোমেইন সাফিক্স রয়েছে। পরিবর্তন করতে হবে কেবল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের। আর সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ২২টির ডোমেইন ইউজিসির নির্ধারিত ডোমেইন সাফিক্স রয়েছে। পরিবর্তন করতে হবে ২৪টির।

আরও পড়ুন: মেডিকেলের ২৭ শতাংশ ছাত্রী মাইগ্রেনে ভুগছেন

সবচেয়ে বেশি ডোমেইন সাফিক্স পরিবর্তন করতে হবে বেসরকারি বিশ্ববিদ্যালয়গেুলোর। কেননা বর্তমানে ১০৮টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে মাত্র ১৯টি বিশ্ববিদ্যালয়ের ডোমেইন সাফিক্স ইউজিসির নির্ধারতি ডোমেইয়ে ডটএসিডটবিডিতে রয়েছে। পরিবর্তনের এ তালিকায় রয়েছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মতো শীর্ষস্থানীয় অনেক প্রতিষ্ঠানের নামও। তবে এর মধ্যে কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটই নেই।

আরও পড়ুন: মায়ের পরামর্শে প্রাণ বাঁচল সাতার না জানা জবি শিক্ষার্থীর

এ প্রসঙ্গে জানতে চাইলে ইউজিসি সচিব (অতিরিক্ত দায়িত্ব) ড. ফেরদৌস জামান বলেন, বিভিন্ন ধরনের ডোমেইনের কারণে আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলো খুঁজে পাওয়া যাচ্ছে না। এ কারণে দেশের অনেক প্রতিষ্ঠানই র‌্যাংকিংয়ের বাইরে থেকে যাচ্ছে। এজন্য আমরা সব বিশ্ববিদ্যালয়ের ডোমেইন সাফিক্স একই ধরনের করার সিদ্ধান্ত নিয়েছি। শিগগিরই বিশ্ববিদ্যালয়গুলোকে এ বিষয়ে নোটিশ পাঠানো হবে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence