প্রাথমিক শিক্ষকদের বেতন বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সমান হওয়া উচিত: ইউজিসি চেয়ারম্যান
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫, ১১:৩৭ AM
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ বলেছেন, ‘আমাদের দেশের প্রাথমিক শিক্ষকদের বেতন বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সমান হওয়া উচিত। যেন মেধাবীরা প্রাথমিকের শিক্ষক হতে আগ্রহ প্রকাশ করেন।’ রবিবার (৫ অক্টোবর) বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ইউজিসি চেয়ারম্যান বলেন, ‘পাকিস্তানে শিক্ষকরা অন্য পেশার চেয়ে দুই-তিন গুণ বেশি বেতন পান। ফলে তারা শিক্ষায় অনেক এগিয়ে গেছে। আমাদের দেশের শিক্ষকরা যে বেতন পান, তা দিয়ে তাদের জীবিকা নির্বাহ করা কঠিন। মাইলস্টোনের বিমান দুর্ঘটনায় শিক্ষার্থীদের জীবন বাঁচাতে তিনজন শিক্ষক নিজের জীবন উৎসর্গ করেছেন। তারা আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন।’
ইউজিসি চেয়ারম্যান বলেন, ‘শিক্ষকদের সুযোগ-সুবিধা বৃদ্ধি করা দরকার। প্রাথমিক, মাধ্যমিক থেকে বিশ্ববিদ্যালয় সব পর্যায়ের শিক্ষকদের বেতন বৃদ্ধি করা দরকার। সার্কভুক্ত দেশগুলোর মধ্যে আমাদের দেশের শিক্ষকদের বেতন কম। তাদের অবস্থান কোথায় এটিও ভেবে দেখার সময় এসেছে।’
আরও পড়ুন: শিক্ষকদের বাড়ি ভাড়া, বিএড নিয়ে কাজ করছি: মাউশি ডিজি
রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন বিশ্ব শিক্ষক দিবস-২০২৫ উপলক্ষে আয়োজিত ‘শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার। বিশেষ অতিথি প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম এবং ইউনেস্কো ঢাকা অফিসের প্রধান হলেন মিসেস সুজান ভাইজ।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীন সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলে ইসলামিক ওয়ার্ল্ড এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশনের (আইসিইএসসিও) মহাপরিচালক ড. সেলিম এম. আলমালিক। মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক গোলাম মুস্তাফা।