বাংলাদেশ থেকে ১ কোটি ৬২ লাখেরও বেশি ভিডিও সরিয়েছে টিকটক

২২ অক্টোবর ২০২৫, ০২:৪৯ PM , আপডেট: ২২ অক্টোবর ২০২৫, ০২:৫৫ PM
 টিকটক

টিকটক © সংগৃহীত

২০২৫ সালের দ্বিতীয় প্রান্তিকে বাংলাদেশ থেকে ১ কোটি ৬২ লাখেরও বেশি ভিডিও সরিয়েছে জনপ্রিয় শর্ট ভিডিও প্ল্যাটফর্ম টিকটক। সম্প্রতি প্রকাশিত টিকটকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট-এ এই তথ্য উঠে এসেছে। এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত সময়ের তথ্য এতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

রিপোর্টে বলা হয়, বাংলাদেশে টিকটক মোট ১ কোটি ৬২ লাখ ৪৫ হাজার ৫৯৩টি ভিডিও সরিয়েছে। এর মধ্যে ৯৯.৭ শতাংশ ভিডিও সক্রিয়ভাবে সরানো হয়েছে এবং ৯৭.৫ শতাংশ ভিডিও ২৪ ঘণ্টার মধ্যেই অপসারণ করা হয়েছে।

বিশ্বব্যাপী একই সময়ে টিকটক ১৮ কোটি ৯৫ লাখ ৭৮ হাজার ২২৮টি ভিডিও সরিয়েছে, যা প্ল্যাটফর্মে আপলোড হওয়া মোট কনটেন্টের প্রায় ০.৭ শতাংশ। এর মধ্যে ১৬ কোটি ৩৯ লাখ ৬২ হাজার ২৪১টি ভিডিও স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করে সরানো হয়েছে। অন্যদিকে, যাচাইয়ের পর ৭৪ লাখ ৫৭ হাজার ৩০৯টি ভিডিও পুনরায় প্ল্যাটফর্মে ফিরিয়ে দেওয়া হয়েছে।

রিপোর্টে আরও বলা হয়েছে, বিশ্বজুড়ে ৯৯.১ শতাংশ ভিডিও আগে থেকেই শনাক্ত করে সরানো হয়েছে এবং ২৪ ঘণ্টার মধ্যেই ৯৪.৪ শতাংশ ভিডিও অপসারণ করা হয়েছে। পাশাপাশি, এই প্রান্তিকে ৭ কোটি ৬৯ লাখ ৯১ হাজার ৬৬০টি ভুয়া অ্যাকাউন্ট মুছে দিয়েছে টিকটক। তাছাড়া, ১৩ বছরের কম বয়সী ব্যবহারকারী হিসেবে শনাক্ত হওয়ায় অতিরিক্ত ২ কোটি ৫৯ লাখ ৪ হাজার ৭০৮টি অ্যাকাউন্টও সরানো হয়েছে।

বিষয়ভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ৩০.৬ শতাংশ ভিডিও সরানো হয়েছে সংবেদনশীল বিষয়বস্তু থাকার কারণে, যা টিকটকের কনটেন্ট পলিসি লঙ্ঘন করে। এছাড়া নিরাপত্তা নীতিমালা ভঙ্গের কারণে ১৪ শতাংশ, গোপনীয়তা ও সুরক্ষা নির্দেশনা ভঙ্গের কারণে ৬.১ শতাংশ ভিডিও অপসারণ করা হয়েছে। ভুল তথ্য প্রচারের অভিযোগে ৪৫ শতাংশ এবং এডিট বা এআই-জেনারেটেড কনটেন্ট হিসেবে ২৩.৮ শতাংশ ভিডিও চিহ্নিত করে সরানো হয়েছে।

টিকটক নিয়মিতভাবে এই কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট প্রকাশ করে আসছে, যাতে কনটেন্ট ব্যবস্থাপনা ও স্বচ্ছতা সম্পর্কিত তথ্য তুলে ধরা হয়। ২০২৫ সালের দ্বিতীয় প্রান্তিকের পূর্ণাঙ্গ রিপোর্টটি টিকটকের ট্রান্সপারেন্সি সেন্টার-এ ইংরেজি ও বাংলায় পাওয়া যাবে।

বিয়ের এক বছরের মাথায় ভাঙনের মুখে তাহসানের দ্বিতীয় সংসারও
  • ১১ জানুয়ারি ২০২৬
নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণ, ৮ শ্রমিক দগ্ধ
  • ১১ জানুয়ারি ২০২৬
৩৯ বছর পর ম্যানসিটির ১০ গোলের তাণ্ডব, লন্ডভন্ড এক্সটার সিটি
  • ১১ জানুয়ারি ২০২৬
বল বাসার চালে পড়ায় গরম পানি নিক্ষেপ; দগ্ধ হয়ে বার্ন ইউনিটে …
  • ১১ জানুয়ারি ২০২৬
সুখটান দেওয়া বিড়ির মধ্যেও দাঁড়িপাল্লার দাওয়াত: বিতর্কিত …
  • ১১ জানুয়ারি ২০২৬
নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্নে ‘আরেকবার চেষ্টা করে দেখার…
  • ১১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9