আলোচনার পরই ওয়ালে পছন্দের জিনিসের বিজ্ঞাপন-ভিডিও, ইনস্টাগ্রাম কি আপনার কথা শোনে?
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৫, ০৯:৫০ AM
বন্ধুর সঙ্গে বসে আড্ডা দিতে দিতে অনেক বিষয়েই আলোচনা হয়। পছন্দের পোশাক, ঘুরতে যাওয়ার জায়গা, কখনও আবার প্রিয় মেনুই টপিক হয়ে ওঠে। আড্ডার পর সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ঢুঁ মারলেই দেখা যায়, সে সব পছন্দের খাবার, ঘুরতে যাওয়ার জায়গা, গয়না, পোশাকের ছবি ভেসে উঠছে ওয়ালে।
এতে অনেকে ধারণা করেন, মাইক্রোফোনের মাধ্যমে সব শুনতে পায় ইনস্টাগ্রাম! এমন কথা কি সত্য? কী বলছে সংস্থাটি? ইনস্টাগ্রামের কর্মী অ্যাডাম মোসেরি জানিয়েছেন, এ ধারণা সম্পূর্ণ ভুল। ২০১৬ সাল থেকেই অনেকের মনে এই ভুল ধারণা রয়েছে।
কখনোই ইনস্টাগ্রাম ব্যবহারকারীর কথা শোনে না দাবি করেন অ্যাডাম বলেন, যদি মাইক্রোফোন সর্বদা অন থাকতো, সেক্ষেত্রে দ্রুত গতিতে চার্জ শেষ হতো। শুধু তাই নয়, মাইক্রোফোন অন থাকলে নোটিফিকেশনও পেতেন ব্যবহারকারীরা।
কীভাবে ওয়ালে আসে ভিডিও?
১. সংস্থাটির দাবি, ব্যবহারকারীরা যা নিয়ে আলোচনা করেন, কখনও না কখনও তা সার্চ করেছেন। পরবর্তীকালে সে কথা ভুলে যান। ইনস্টাগ্রামে ব্যবহারকারীর আগ্রহ বুঝেই ওয়ালে পাঠায় যাবতীয় ছবি, ভিডিও ও বিজ্ঞাপন।
আরও পড়ুন: সিঁড়ি দিয়ে ওঠার সময় বুক ধড়ফড় করে, জেনে নিন সম্ভাব্য বিপদ ও প্রতিকার
২. শুধু আপনিই নয়, বন্ধবান্ধবদের পছন্দও এক্ষেত্রে গুরুত্বপূর্ণ। বন্ধুরা যেসব বিষয়ে আগ্রহী, তাও ভেসে ওঠে আপনার ওয়ালে।
৩. অনেক ক্ষেত্রে আগেও একই ভিডিও বা বিজ্ঞাপন আপনার ওয়ালে আসে। কিন্তু হয়তো খেয়াল না করেই স্ক্রল করেছেন। আলোচনার পর যখন একই জিনিস আবার দেখছেন, তখন ভাবছেন ইনস্টাগ্রাম কথা শুনতে পায়! খবর: সংবাদ প্রতিদিন।