অপ্রাপ্তবয়স্ক ব্যবহারকারীদের নিরাপত্তায় নতুন পদক্ষেপ ইনস্টাগ্রামের

ইনস্টাগ্রাম
ইনস্টাগ্রাম  © সংগৃহীত

বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ ব্যবহার করেন ইনস্টাগ্রাম। বিশেষ করে রিলস ও স্বল্পদৈর্ঘ্য ভিডিওর কারণে এ প্ল্যাটফর্মটি হয়ে উঠেছে অত্যন্ত জনপ্রিয়। শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সী ব্যবহারকারীদের জন্য ইনস্টাগ্রাম এক পরিচিত সামাজিক যোগাযোগমাধ্যম।

ব্যবহারকারীদের অভিজ্ঞতা নিরাপদ রাখতে নিয়মিতই নতুন ফিচার ও কড়াকড়ি যুক্ত করছে ইনস্টাগ্রাম। বিশেষ করে অপ্রাপ্তবয়স্কদের সুরক্ষা নিয়ে বরাবরই সচেতন প্রতিষ্ঠানটি। এবার টিনেজারদের জন্য আরও কড়াকড়ি পদক্ষেপ নিয়েছে তারা।

নতুন নীতিমালা অনুযায়ী, ১৮ বছরের কম বয়সী কেউ ইনস্টাগ্রাম ব্যবহার করলে, তার ফলোয়ার তালিকায় না থাকা কেউ তাকে সরাসরি বার্তা (ডাইরেক্ট মেসেজ বা ডিএম) পাঠাতে পারবে না। এমনকি ব্যবহারকারী যদি প্রাপ্তবয়স্কও হন, তবু যার উদ্দেশ্যে মেসেজ পাঠাতে চাইছেন তিনি যদি টিনেজার হন এবং একে অপরকে ফলো না করেন, তাহলেও বার্তা পাঠানো যাবে না।

শুধু তাই নয়, নাবালক ব্যবহারকারীদের প্রোফাইল নিরাপত্তা নীতিতেও আনা হচ্ছে পরিবর্তন। কে তাকে ট্যাগ করতে পারবে, কে মেনশন করতে পারবে— এসব নিয়েও আসছে আরও কঠোর নিয়ন্ত্রণ।

ইতোমধ্যে ইনস্টাগ্রামে টিনেজারদের অ্যাকাউন্টে অভিভাবকদের নজরদারি করার সুযোগ চালু রয়েছে। বাবা-মায়েরা চাইলে সন্তানের ইনস্টাগ্রাম ব্যবহারের সময়সীমা নির্ধারণ করে দিতে পারেন। এমনকি নির্দিষ্ট সময়ের জন্য অ্যাপটি ব্লকও করে দিতে পারেন। যদিও সন্তান কার সঙ্গে কথা বলছে তা দেখা গেলেও, কথোপকথনের বিস্তারিত দেখা যায় না।

নতুন এই পদক্ষেপের মাধ্যমে শিশু ও কিশোর-কিশোরীদের অনলাইন নিরাপত্তা আরও জোরদার করার উদ্যোগ নিল ইনস্টাগ্রাম। [সূত্র: হিন্দুস্থান টাইমস]


সর্বশেষ সংবাদ