ডিজিটাল প্রতারণার ভয়ঙ্কর ফাঁদ: এজেন্সির নাম ব্যবহার করে চাকরির নামে প্রতারণা

প্রতারণার প্রতীকী ছবি
প্রতারণার প্রতীকী ছবি   © সংগৃহীত

সম্প্রতি একটি ভয়ঙ্কর ডিজিটাল প্রতারক চক্র সম্পর্কে জনসাধারণকে সতর্ক করেছে ডিজিটাল মার্কেটিং প্রতিষ্ঠান আইএমবিডি এজেন্সি। এই এজেন্সিসহ বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে সহজ চাকরির প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছে চক্রটি।

সাম্প্রতিক সময়ে এই প্রতারক চক্রের তৎপরতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। তারা জানায়, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম ও ফেসবুক মেসেঞ্জারের মতো প্ল্যাটফর্ম ব্যবহার করে বেকার তরুণ-তরুণীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে লক্ষ্যবস্তু বানাচ্ছে চক্রটি।

প্রতারণার ধরণ ও কৌশল: প্রতারক চক্রটি অত্যন্ত ধূর্ততার সাথে তাদের কার্যক্রম পরিচালনা করে। তাদের প্রধান কৌশলগুলোর মধ্যে রয়েছে।

প্রতিষ্ঠানের নাম ব্যবহার: তারা আইএমবিডি এজেন্সির মতো বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম, লোগো এবং কর্মকর্তাদের ভুয়া পরিচয় ব্যবহার করে বিশ্বাস স্থাপন করে।

সহজ চাকরির লোভ: ঘরে বসে সাধারণ কাজ, যেমন—ইউটিউব ভিডিও দেখা, গুগল রিভিউ দেওয়া বা ফেসবুক পোস্টে লাইক-কমেন্ট করার বিনিময়ে প্রতিদিন হাজার টাকা বা মাসে ২০,০০০ থেকে ৩০,০০০ টাকা আয়ের লোভ দেখানো হয়।

বিশ্বাস অর্জনের জন্য প্রাথমিক পেমেন্ট: প্রতারণার শুরুতে ছোট ছোট কাজ করিয়ে ভুক্তভোগীর বিকাশ বা নগদ অ্যাকাউন্টে সামান্য কিছু টাকা (২০০-৫০০ টাকা) পাঠিয়ে বিশ্বাস অর্জন করা হয়।
বড় অংকের টোপ ও অর্থ দাবি: বিশ্বাস অর্জনের পর বড় অংকের টাকা আয়ের লোভ দেখিয়ে একটি ভুয়া পোর্টালে ব্যালেন্স দেখানো হয়। পরবর্তীতে সেই টাকা তোলার জন্য ‘অ্যাকাউন্ট অ্যাক্টিভেশন ফি’, ‘ট্যাক্স’ বা অন্য কোনো অজুহাতে মোটা অংকের টাকা দাবি করা হয়। টাকা পাঠানোর সাথে সাথেই তারা যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়।

এ বিষয়ে আইএমবিডি এজেন্সির ম্যানেজিং ডিরেক্টর ও সিইও শামীম আহমেদ বলেন, ‘আমরা অত্যন্ত উদ্বেগের সাথে জানাচ্ছি যে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র আমাদের প্রতিষ্ঠান ‘আইএমবিডি এজেন্সি’ এবং আমাদের কর্মকর্তাদের নাম ব্যবহার করে প্রতিনিয়ত মানুষের সাথে প্রতারণা করে যাচ্ছে। তারা আমাদের প্রতিষ্ঠানের সুনামকে পুঁজি করে ভুয়া চাকরির অফার দিয়ে অর্থ আত্মসাৎ করছে, যা আমাদের দীর্ঘদিনের অর্জিত সুনামের জন্য চরম হানিকর। আমরা বেশ কিছুদিন আগেই এই বিষয়ে অবগত হয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছি এবং আমাদের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে নিয়মিতভাবে জনসাধারণকে সতর্ক করে আসছি। আমাদের অফিশিয়াল নম্বরে যোগাযোগ করা ভুক্তভোগীদেরও আমরা সার্বক্ষণিক সহায়তা ও পরামর্শ দিচ্ছি।’

তিনি আরও যোগ করেন, আমরা কখনোই টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপে ব্যক্তিগতভাবে বার্তা পাঠিয়ে চাকরির প্রস্তাব দেই না। বর্তমানে আমরা কোনো ধরনের ‘হোম অফিস’ বা এ ধরনের পার্ট-টাইম কাজের জন্য নিয়োগ দিচ্ছি না। চাকরির জন্য কোনো প্রার্থীকে কখনোই টাকা জমা দিতে বলা হয় না। আমাদের ভেরিফায়েড ফেসবুক পেজ ‘IMBD Agency’ বা IMBD Career এবং বিডিজবস ও লিংকডইন-এর মতো স্বনামধন্য ও ভেরিফায়েড জব পোর্টালে প্রকাশ করা হয়। এর বাইরে অন্য কোনো মাধ্যমে দেওয়া চাকরির প্রস্তাব সম্পূর্ণ ভুয়া ও প্রতারণামূলক। যেকোনো সন্দেহজনক চাকরির প্রস্তাব পেলে তা যাচাই করুন এবং প্রয়োজনে নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নিন।’


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence