ঢাকায় শুরু হচ্ছে ‘ড্রয়েডকন বাংলাদেশ ২০২৫’: অ্যান্ড্রয়েড ডেভেলপারদের বৃহত্তম সম্মেলন

২০ জুন ২০২৫, ০৫:৩২ PM , আপডেট: ২০ জুন ২০২৫, ০৮:২১ PM
ড্রয়েডকন বাংলাদেশ ২০২৫ এর পোস্টার

ড্রয়েডকন বাংলাদেশ ২০২৫ এর পোস্টার © টিডিসি ফটো

বাংলাদেশে অ্যান্ড্রয়েড ডেভেলপারদের জন্য সবচেয়ে বড় আন্তর্জাতিক সম্মেলন ‘ড্রয়েডকন বাংলাদেশ ২০২৫’ শুরু হতে যাচ্ছে। আজ শুক্রবার (২০ জুন) থেকে রাজধানীর ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি) ক্যাম্পাসে শুরু হয়েছে এ মেলা। দুই দিনব্যাপী এই আয়োজন চলবে ২১ জুন পর্যন্ত।

বিশ্বের অন্যতম জনপ্রিয় এই অ্যান্ড্রয়েড সম্মেলনটি আট বছর পর আবার বাংলাদেশে অনুষ্ঠিত হচ্ছে। সর্বশেষ ২০১৭ সালে ঢাকায় ড্রয়েডকন অনুষ্ঠিত হয়েছিল, যেখানে অংশ নিয়েছিলেন ৩০০ জনেরও বেশি ডেভেলপার। তবে এবার আয়োজনটি আরও বড় পরিসরে অনুষ্ঠিত হচ্ছে। আশা করা হচ্ছে, দেশ-বিদেশ থেকে আসবেন ৫০০ জনের বেশি অংশগ্রহণকারী এবং ১৯ জন আন্তর্জাতিক বক্তা।

দুই দিনব্যাপী সম্মেলনে থাকছে ২০টিরও বেশি কারিগরি সেশন। প্রথম দিন ২০ জুন উদ্বোধনের পর অনুষ্ঠিত হবে ১০টি সেশন। থাকবে কী-নোট বক্তৃতা, লাইটনিং টক এবং প্রযুক্তিভিত্তিক বিভিন্ন আলোচনা। আলোচনার মূল বিষয়বস্তু হিসেবে থাকছে কটলিন, ফ্লাটার, ক্লিন আর্কিটেকচার, ইউজার ইন্টারফেস ডিজাইন এবং ডেভেলপারদের বাস্তব অভিজ্ঞতা।

দ্বিতীয় দিন অর্থাৎ, ২১ জুনেও থাকবে আরও ৯টি সেশন। সেখানে আলোচনা হবে অ্যান্ড্রয়েড নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এর ব্যবহার, মোবাইল টেস্টিং, কটলিন মাল্টিপ্ল্যাটফর্ম এবং ইঞ্জিনিয়ারিং লিডারশিপ নিয়ে। পাশাপাশি প্যানেল আলোচনা, কুইজ এবং র‍্যাফেল ড্র-এর মতো আয়োজনও থাকছে। প্রতিটি দিন শেষ হবে নেটওয়ার্কিং এবং কমিউনিটির আড্ডার মাধ্যমে।

ড্রয়েডকনের এবারের আয়োজনে মূলত ফোকাস দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড এবং কটলিন ডেভেলপমেন্ট, ফ্লাটার ও মাল্টিপ্ল্যাটফর্ম সলিউশন, ইউজার এক্সপেরিয়েন্স, অ্যাক্সেসিবিলিটি, ক্লিন কোডিং, সফটওয়্যার আর্কিটেকচার, ইঞ্জিনিয়ারিং লিডারশিপ এবং আধুনিক টুলস ও এআই প্রযুক্তির ব্যবহারে।

বিশ্বের বার্লিন, সান ফ্রান্সিসকো, লন্ডন এবং নাইরোবির মতো শহরগুলোর পাশাপাশি এবার আবারও ঢাকাও যুক্ত হচ্ছে ড্রয়েডকনের গ্লোবাল ম্যাপে।

এবারের সম্মেলনে বক্তারা আসছেন জেটব্রেইনস, নেটিভওয়েবস, ওল্ট, ব্রেইন স্টেশন ২৩, চেক, পাঠাও এবং জেলেফের মতো খ্যাতনামা প্রযুক্তি প্রতিষ্ঠান থেকে।

ড্রয়েডকন বাংলাদেশের মূল পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে ডায়নামিক সলিউশন ইনোভেটরস লিমিটেড। গোল্ড স্পন্সর হিসেবে রয়েছে ব্রেইন স্টেশন ২৩ এবং চেক। এছাড়া কমিউনিটি পার্টনার হিসেবে থাকছে বিডিঅ্যাপস, জেটব্রেইনস এবং অ্যাজাইল বাংলাদেশ। ভেন্যু সহযোগী হিসেবে থাকছে আইইউবি আইইইই বাংলাদেশ শাখা এবং আইইউবির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ। সহ-আয়োজক হিসেবে থাকছে টেকবাইট সলিউশনস এবং আয়োজক হিসেবে কাজ করছে Sunnat629 Dev।

সম্মেলনের আয়োজক ও নেটিভওয়েবস অস্ট্রিয়ার সিনিয়র অ্যান্ড্রয়েড প্রকৌশলী মহি-উস-সুন্নাত বলেন, ‘ড্রয়েডকন বাংলাদেশ শুধু একটি সম্মেলন নয়। এটি অ্যান্ড্রয়েড ডেভেলপারদের জন্য শেখার, ক্যারিয়ার গড়ার এবং কমিউনিটি গড়ে তোলার একটি প্ল্যাটফর্ম। আমরা চাই সবাই এখানে একসঙ্গে শিখুক, বেড়ে উঠুক এবং নিজেদের মধ্যে সংযোগ তৈরি করুক।’

ডেভেলপার, শিক্ষার্থী, টেক কোম্পানি, হায়ারিং ম্যানেজার এবং প্রযুক্তিপ্রেমী—সবার জন্য উন্মুক্ত এই সম্মেলন হতে পারে শেখা, সংযুক্ত হওয়া এবং নতুনভাবে অনুপ্রাণিত হওয়ার এক দারুণ সুযোগ।

মাদারীপুরে বাস ও ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ, নিহত ৭
  • ১৯ জানুয়ারি ২০২৬
শহীদ জিয়া: ক্ষণজন্মা মহাপুরুষ, আদর্শের রূপকার
  • ১৯ জানুয়ারি ২০২৬
এগিয়ে আনা হলো বিপিএল ফাইনাল
  • ১৯ জানুয়ারি ২০২৬
রাকসু জিএস আম্মারের মানসিক চিকিৎসার দাবিতে মানববন্ধন করবে ছ…
  • ১৯ জানুয়ারি ২০২৬
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন আবারও বন্ধ
  • ১৯ জানুয়ারি ২০২৬
ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা
  • ১৯ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9