গুচ্ছ ভর্তি: বিজ্ঞান ইউনিটের পরীক্ষায় ভালো করার সহজ উপায়

২৭ মে ২০২৩, ০৮:৪৩ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:২৯ AM
মো. হোসেন আলী

মো. হোসেন আলী © ফাইল ছবি

নানা নাটকীয়তার পর অবশেষে অনুষ্ঠিত হচ্ছে গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা। আগামী ৩ জুন বিজ্ঞান বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। হাতে সময় আছে মাত্র কয়েকদিন। শেষ সময়ে কীভাবে প্রস্তুতি নিলে  একটি সিট দখলে নেওয়া যাবে আজ সে বিষয়ে আলোচনা করবো। মূল আলোচনার আগে দেখে নেয়া যাক গুচ্ছ ভর্তি পরীক্ষার মানবন্টন-

মোট নম্বর- ১০০ (পদার্থবিজ্ঞান-২৫, রসায়ন-২৫, উচ্চতর গণিত-২৫, জীববিজ্ঞান-২৫, বাংলা- ২৫, ইংরেজি-২৫ নম্বর)। বলে রাখা ভালো গণিত ও জীববিজ্ঞানের যে কোন একটির পরিবর্তে বাংলা অথবা ইংরেজির উত্তর করা যাবে। পরীক্ষার সময় ৬০মিনিট। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কর্তন করা হবে।

বিষয়ভিত্তিক প্রস্তুতি  

রসায়ন -২৫ নম্বর
হাজারী ও নাগ স্যারের মেইন বইটা শেষ সময়ে একবার রিভিশন দিতে হবে। জৈব যৌগের জন্য পূর্ববর্তী বছরের প্রশ্নগুলো দেখতে হবে। হাজারী ও নাগ স্যারের বইয়ের অনুশীলনের এমসিকিউগুলো অবশ্যই সমাধান করতে হবে। এছাড়া প্রশ্নব্যাংক ও কুইক রিভিশনের জন্য আসপেক্ট সিরিজের নেটওয়ার্ক গুচ্ছ ভর্তি সহায়িকা বই দেখতে পারো।

পদার্থ- ২৫ নম্বর
পদার্থবিজ্ঞানে প্রথম পত্র থেকে নিউটনের সুত্র, মহাকর্ষ ও অভিকর্ষ, স্থিতিস্থাপকতা, তাপ, ভেক্টর ও স্কেলার রাশি, বেগ, ত্বরণ, বল ও বলের প্রকারভেদ, মাত্রা ও বিভিন্ন পদ্ধতিতে একক ইত্যাদি পড়তে হবে। দ্বিতীয় পত্র থেকে স্থিরবিদুৎ, বিদুৎপ্রবাহের তাপীয় ও রাসায়নিক ক্রিয়া, ইলেক্ট্রন, প্রোটন, পরমাণুসহ ইলেক্ট্রনের প্রতিটি অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ সংজ্ঞা, সূত্রাবলি, ঘটনা ও কারণ, প্রভাব, পার্থক্য, গাণিতিক সমস্যার সমাধান জানতে হবে। প্রশ্নব্যাংক ও কুইক রিভিশনের জন্য আসপেক্ট সিরিজের নেটওয়ার্ক গুচ্ছ ভর্তি সহায়িকা বই দেখতে পারো।

জীববিজ্ঞান- নম্বর ২৫
যারা মেডিকেল ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিয়েছে তারা শুধু বিগত বছরের প্রশ্নগুলো মুখস্থ করে গেলে খুব সহজেই ২০ নম্বর পাওয়া সম্ভব। তবে যারা মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেনি তাদের মেইন বইয়ের গুরুত্বপূর্ণ লাইনগুলো মুখস্থ করে ফেলতে হবে। মেইন হাইলাইট করা লাইনগুলো থেকে প্রশ্ন করে। প্রশ্নব্যাংক ও কুইক রিভিশনের জন্য আসপেক্ট সিরিজের নেটওয়ার্ক গুচ্ছ ভর্তি সহায়িকা বই দেখতে পারো।

উচ্চতর গণিত- নম্বর ২৫
ম্যাট্রিক্স, বৃত্ত, সরলরেখা, কনিক দ্বিতীয় পত্রের ত্রিকোণমিতি, বহুপদী, জটিল সংখ্যা এই অধ্যায়গুলো খুব ভালোভাবে পড়তে হবে। ক্যালকুলাসের অন্তরীকরণ পার্ট মনোযোগ দিয়ে পড়তে হবে। যোগজীকরণের পূর্ববর্তী বছরের প্রশ্নগুলো সমাধান করলে এক থেকে দুইটা কমন হুবহু কমন পাওয়া যাবে। এছাড়া বিগত বছরের বইগুলো ভালোভাবে রিভিশন দিতে হবে।

বাংলা- ২৫ নম্বর
বিগত বছরগুলোতে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো দেখতে হবে। বাংলা প্রথম পত্র বইটা আরেকবার রিভিশন দিতে হবে। এখান থেকে মিনিমাম ৩-৪ পাবেন। 
বাংলা ২য় পত্রের থেকে সমাস, সন্ধি, কারক, শব্দ, প্রকৃতি-প্রত্যয়, পারিভাষিক শব্দ, বাগধারা, সমার্থক শব্দ এই বিষয়গুলো একটু পড়ে নিলেই হবে। সময় না পেলে পূর্ববর্তী বছরের প্রশ্নগুলো পড়তে পারেন।

ইংরেজি- ২৫ নম্বর
এক্ষেত্রে বিসিএস, ঢাবিসহ অন্যান্য ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো দেখতে হবে। এছাড়া Parts of speech, Article, Tense, Voice, Narration, Correction, Right form of verbs, Translation, Synonyms,  Antonyms, Transformation of sentences, Joining sentence, Comprehension প্রভৃতি বিষয় ভালোভাবে পড়তে হবে। পাশাপাশি ইংরেজ কবি ও সাহিত্যিক, বিশেষ করে যাদের লেখা এইচএসসির সিলেবাসে রয়েছে তাদের জীবনও সাহিত্যকর্ম মনে রাখতে হবে।

বাংলা ও ইংরেজির জন্য শেষ সময়ে পরীক্ষার আগে শিক্ষার্থীরা বিগত বছরের প্রশ্নগুলো ভালো করে দেখে নিবে এবং গুরত্বপূর্ণ লাইনগুলো ভালো করে দেখবে , এজন্য আসপেক্ট সিরিজের গুচ্ছ ভর্তি সহায়িকা বইটি হেল্পফুল হবে।

ভর্তি প্রস্তুতির সহায়ক বই: গুচ্ছ ভর্তি পরীক্ষায় ভালো করা শিক্ষার্থীদের পড়ালেখার ধরণ বিশ্লেষণ করে আমাদের আসপেক্ট সিরিজের লেখকগণ পর্যাপ্ত অনুশীলনের জন্য `নেটওয়ার্ক গুচ্ছ ভর্তি সহায়িকা' এবং ‘আসপেক্ট সিরিজের “গুচ্ছচর্চা-গুচ্ছ মডেল টেস্ট’ বই বাজারে নিয়ে এসেছে। আসপেক্ট সিরিজের গুচ্ছ সহায়িকা প্রশ্নব্যাংক বই থেকে অধ্যয়ভিত্তিক রিভিশন, প্রশ্নব্যাংক সলভ ও সেলফ টেস্ট অনুশীলন করতে পারবে। 

শেষ সময়ে তোমাদের প্রস্তুতি কার্যকর করতে অবশ্যই গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুরুপ স্ট্যান্ডার্ড প্রশ্নে বাসায় অনুশীলন করতে হবে। এজন্য আসপেক্ট সিরিজের “গুচ্ছচর্চা” বইটি থেকে তোমরা স্ট্যান্ডার্ড প্রশ্নে অনুশীলন করতে পারবে। বইটিতে ভর্তি পরীক্ষা অনুরুপ OMR Sheet পেয়ে যাবে, যা তোমাদের হোম প্রাক্টিসকে কার্যকর করতে সহায়তা করবে।

লেখক: প্রধান সম্পাদক, আসপেক্ট সিরিজ।

সন্ত্রাসবিরোধী মামলায় খালাস পেলেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির…
  • ১২ জানুয়ারি ২০২৬
‘তিস্তাসহ সব অভিন্ন নদীর পানির হিস্যা বুঝে নেবে বিএনপি’
  • ১২ জানুয়ারি ২০২৬
নতুন অ্যাকাউন্ট ছাড়াই বদলাবে জিমেইলের নাম
  • ১২ জানুয়ারি ২০২৬
চার্জশিট গ্রহনের বিষয়ে শুনানি বৃহস্পতিবার, তিন আইনজীবী নিয়োগ
  • ১২ জানুয়ারি ২০২৬
ওয়ালটন নিয়োগ দেবে রিজিওনাল সেলস ম্যানেজার, আবেদন শেষ ১৬ জা…
  • ১২ জানুয়ারি ২০২৬
টেকনাফ সীমান্তে মাইন বিস্ফোরণে যুবক আহত
  • ১২ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9