হল-ক্যাম্পাস খোলাসহ ৫ দাবি, মাঠে নামছে পলিটেকনিক শিক্ষার্থীরা

চলতি বছরের শুরুতেও বেশকিছু দাবি নিয়ে দেশের পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের রাজপথে সরব হতে দেখা গেছে
চলতি বছরের শুরুতেও বেশকিছু দাবি নিয়ে দেশের পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের রাজপথে সরব হতে দেখা গেছে  © ফাইল ছবি

স্বাস্থ্যবিধি মেনে হল-ক্যাম্পাস খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম স্বাভাবিক করাসহ ৫ দাবিতে মানববন্ধনের ডাক দিয়েছে দেশের পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। আগামীকাল রবিবার (২০ জুন) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে সকাল ১১টায় এ কর্মসূচি শুরু হবে।

পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীদের মুখপাত্র মেহেদী হাসান লিমন শনিবার রাতে দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, করোনা মহামারীতে দেশের সবকিছু স্বাভাবিক গতিতে চলছে। কিন্তু শিক্ষাপ্রতিষ্ঠান এখনো বন্ধ রয়েছে। বিগত দেড় বছর ধরে সরকারের একটিই বক্তব্য করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা সম্ভব না।

তিনি বলেন, অন্যদিকে আমরা দেখছি শিক্ষামন্ত্রী উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের বিষয় নিয়ে খুব সোচ্চার। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরও টিকার বিষয়ে আমরা দেখেছি কথা হচ্ছে। কিন্তু দেশের সবচেয়ে অবহেলিত পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীদের বিষয়ে এখন পর্যন্ত সুস্পষ্ট কোন পদক্ষেপ আমরা দেখতে পাইন।

লিমন বলেন, এছাড়া ডুয়েটের ভর্তি পরীক্ষা নিয়ে এবার বিপাকে পড়ে গেছে রেফার্ড শিক্ষার্থীরা। এমন পরিস্থিতিতে আমরা পলিটেকনিক শিক্ষার্থীরা সব থেকে অবহেলার শিকার। এমন পরিস্থিতি থেকে শিক্ষার্থীরা পরিত্রান চায়। এজন্য বেশকিছু দাবিতে আগামীকাল রবিবার আমরা জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি আহ্বান করেছি।

শিক্ষার্থীদের ৫ দাবি হলো-

১. স্বাস্থ্যবিধি মেনে হল-ক্যাম্পাস খুলে দিতে হবে।
২. স্থগিত পরীক্ষায় উত্তীর্ণ দিয়ে পরবর্তী সেমিস্টার চালু করতে হবে।
৩. ১ম-৬ষ্ঠ পর্বের বেসরকারি পলিটেকনিকের সকল শিক্ষার্থীদের সেমিস্টার ফি অর্ধেক করতে হবে।
৪. সকল শিক্ষার্থীদের ভ্যাকসিন নিশ্চিত করতে হবে।
৫. ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের রেফার্ড বিষয় সমূহের পরীক্ষার ফল দ্রুত প্রকাশ করতে হবে।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!