মোবাইলসহ পরীক্ষার হলে পলিটেকনিক শিক্ষার্থী, পরবর্তী সব পরীক্ষা বাতিল

লোগো ও বিজ্ঞপ্তি
লোগো ও বিজ্ঞপ্তি  © টিডিসি ফটো

পরীক্ষা চলাকালীন সময়ে হলে মোবাইল ফোন পাওয়া যাওয়ায় চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের এক শিক্ষার্থীর পরীক্ষা বাতিল করা হয়েছে। প্রতিষ্ঠানটির অধ্যক্ষ (অতিরিক্ত দায়িত্ব) স্বপন কুমার নাথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ওই শিক্ষার্থীর নাম সাকিব আহমেদ। সে ওই প্রতিষ্ঠানের ডিজাইন ইন স্ট্রাকচার বিভাগের ৬ষ্ঠ পর্বের শিক্ষার্থী।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৫ ফেব্রুয়ারি প্রতিষ্ঠানটির কেন্দ্রে অনুষ্ঠিত ২০২০ সালের ৪ বছর মেয়াদী ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং পাঠ্যকমের পরীক্ষা চলাকারীন সময়ে তার নিকট মোবাইল ফোন পাওয়া যাওয়ায় বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সমন্বিত শৃঙ্খলাবিধি ১.৩ এর ধারা অনুযায়ী তার ওই পর্বে পরবর্তী বিষয়ের পরীক্ষাসমূহ বাতিল করা হল।


সর্বশেষ সংবাদ