কারিগরি শিক্ষার উন্নয়নে বিদেশ থেকে প্রশিক্ষক আনবে সরকার
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৭ নভেম্বর ২০১৯, ০৯:১৬ AM , আপডেট: ২৭ নভেম্বর ২০১৯, ০৯:১৬ AM
দেশের কারিগরি শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষক প্রশিক্ষণ জোরদার করতে উন্নত দেশ থেকে প্রশিক্ষক আনা হবে বলে জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। মঙ্গলবার (২৬ নভেম্বর) সচিবালয়ে আইএলও কান্ট্রি ডিরেক্টর তোমো পতিয়াইনেন এর সাথে বৈঠকের পর একথা জানান তিনি।
তিনি বলেন, দেশে কারিগরি শিক্ষা নিয়ে যেসব উন্নয়ন সহযোগী ও দাতা সংস্থা কাজ করছে তাদের সবার কর্মকাণ্ড সমন্বিত করতে পারলে এই খাতের অগ্রাধিকার পাওয়া কর্মসূচি বাস্তবায়ন অনেক সহজ হবে। অর্থনীতিসহ আর্থসামাজিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। যুগের চাহিদা বিবেচনায় নিয়ে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নতুন নতুন ট্রেড কোর্স চালু করা হবে।
বৈঠকে আইএলও প্রতিনিধি দলের সদস্যরা বলেন, বাংলাদেশের বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষাখাতে ব্যাপকভাবে অবদান রাখার আগ্রহ রয়েছে তাদের। তারা বলেন, বৈশ্বিক বাজারে যে বিপুল সংখ্যক দক্ষতা নির্ভর কর্মীর চাহিদা রয়েছে তা কাজে লাগাতে পারলে বাংলাদেশের অর্থনীতিসহ আর্থসামাজিক উন্নয়ন আরো ত্বরান্বিত হবে। এক্ষেত্রে কারিগরি শিক্ষা হতে পারে একটি অন্যতম হাতিয়ার। এজন্য বাংলাদেশের কারিগরি শিক্ষার শিক্ষাক্রম উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে পররামর্শক হিসেবে কাজ করতে প্রস্তুত আইএলও।