ফল পুনঃনিরীক্ষণের আবেদন করছেন শিক্ষার্থীরা © সংগৃহীত
এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) নবম শ্রেণির সমাপনী পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের আবেদন শুরু হবে আগামী ১ ফেব্রুয়ারি। এটি চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, খাতা চ্যালেঞ্জের জন্য প্রতি পত্র বা বিষয়ের ক্ষেত্রে ১৫০ টাকা হারে ফি প্রযোজ্য হবে। ৯ ও ১০ ফেব্রুয়ারি Sonali Payment Gateway এর মাধ্যমে এ ফি জমা দেয়া যাবে।
ফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করার ধাপগুলো হলো:
১. bteb.gov.bd এ প্রবেশ করতে হবে
২. ইন্সটিটিউটের কর্ণারে (এসএসসি ও এইচএসসি পর্যায়ে) ক্লিক করতে হবে,
৩. প্রতিষ্ঠানের কোড ও পাসওয়ার্ড ব্যবহার করে লগ ইন করতে হবে,
৪. মেনুবারের ডান দিকে থাকা Board Challenge অপশনটি নির্বাচন করতে হবে,
৫. Select Curriculum ক্লিক করে প্রযোজ্য শিক্ষাক্রম নির্বাচন করতে হবে,
৬. Apply অপশনে ক্লিক করে পুনঃনিরীক্ষণের জন্য আবেদন সম্পন্ন করতে হবে,
৭. Print Students Summary এ ক্লিক করে আবেদনের কপি প্রিন্ট করতে হবে।
.jpg)