১৯ বছরেও ছাত্রাবাস নেই, নিরাপত্তাহীনতায় বরগুনা পলিটেকনিকের শিক্ষার্থীরা
- বরগুনা প্রতিনিধি
- প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৪ PM
প্রতিষ্ঠার প্রায় দুই দশক পেরিয়ে গেলেও বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের জন্য এখনো নিশ্চিত হয়নি ন্যূনতম আবাসন সুবিধা। নিজস্ব জমির অভাবে নির্মাণ হয়নি কোনো ছাত্রাবাস বা ছাত্রীনিবাস। ফলে দূরদূরান্ত থেকে আসা শত শত শিক্ষার্থীকে ভাড়া বাসা ও মেসে থেকে অনিরাপদ ও ব্যয়বহুল জীবনে দিন কাটাতে হচ্ছে, যা তাদের পড়াশোনায় মারাত্মক প্রভাব ফেলছে।
বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউট সূত্রে জানা গেছে, ২০০৬-০৭ শিক্ষাবর্ষে যাত্রা শুরু প্রতিষ্ঠানটির মোট শিক্ষার্থীর প্রায় ৮০ শতাংশই দেশের উত্তরাঞ্চলসহ বিভিন্ন জেলা থেকে ভর্তি হয়েছেন। ছাত্রাবাস না থাকায় এসব শিক্ষার্থীকে বাড়তি খরচ বহন করতে হচ্ছে এবং নিরাপত্তাহীনতার মধ্যে দিয়ে দিন কাটাতে হচ্ছে।
টাঙ্গাইল থেকে আসা সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মো. সাফিন দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আমার বাড়ি অনেক দূরে। ছাত্রাবাস থাকলে কম খরচে নিরাপদে থাকা যেত। এখন ভাড়া বাসায় থাকতে গিয়ে পড়াশোনার খরচ বেড়ে গেছে। পরিবার অনেক কষ্টে টাকা পাঠায়। অনেক সময় এই মানসিক চাপের কারণে পড়াশোনায় মনোযোগ দিতে পারি না।’
এক নারী শিক্ষার্থী বলেন, ‘ছাত্রীদের জন্য নিরাপদ আবাসনের ব্যবস্থা না থাকায় আমাদের কষ্ট বেশি। সব কিছু মানিয়ে চলতে হয়, যার প্রভাব সরাসরি পড়াশোনায় পড়ে।’
বরগুনা জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ ইশা মিয়া বলেন, ছাত্রাবাস নির্মাণের জন্য এখনো কোনো অর্থ বরাদ্দ পাওয়া যায়নি। ২০২২ সালে এ বিষয়ে জরিপ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন পাঠানো হয়েছে।
বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অনিল চন্দ্র কীর্তনীয়া বলেন, ‘ছাত্রাবাস নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও কলেজের নিজস্ব জমি না থাকায় তা সম্ভব হয়নি। জমি অধিগ্রহণসহ ছাত্রাবাস ও প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের বিষয়ে আমরা বারবার কর্তৃপক্ষকে অবহিত করেছি।’
বর্তমানে প্রতিষ্ঠানটিতে প্রায় ১,২০০ শিক্ষার্থী অধ্যয়নরত, যার মধ্যে ৯০০ জন ছাত্র ও ৩০০ জন ছাত্রী।