ক্যাম্পাসের পুকুরে ডুবে পলিটেকনিক শিক্ষার্থীর মৃত্যু
- ফেনী প্রতিনিধি
- প্রকাশ: ২২ মে ২০২৫, ০৪:১৫ PM , আপডেট: ২৩ মে ২০২৫, ১১:২৫ AM

ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের পুকুরে ডুবে সাইফুল ইসলাম রাজু (১৮) নামে সিভিল টেকনোলোজির ১ম পর্বের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ মে) দুপুরের দিকে এ ঘটনা ঘটে।
ইনস্টিটিউটের শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাজুসহ কয়েকজন শিক্ষার্থী ফুটবল খেলছিলেন। খেলা শেষে সবাই পুকুরে গোসল করতে নামেন। গোসলের একপর্যায়ে রাজু সাঁতার কাটতে গিয়ে পুকুরে ডুবে যায়। পরে এক শিক্ষার্থীর পায়ে তার দেহের স্পর্শ লাগলে, তাকে দ্রুত উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ক্যাম্পাসের নিরাপত্তা কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, খেলাধুলা শেষে রাজু পুকুরে গোসল করতে নেমে ডুবে যান। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ফেনী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুজ্জামান বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।