পলিটেকনিকের শতভাগ ব্যবহারিক ক্লাস নিশ্চিতে শিক্ষা বোর্ডের নতুন উদ্যোগ

কারিগরি শিক্ষা বোর্ডের লোগো
কারিগরি শিক্ষা বোর্ডের লোগো  © সংগৃহীত

কারিগরি শিক্ষায় বাস্তব জ্ঞান ও দক্ষতা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানগুলোর একটি বড় অংশে ব্যবহারিক ক্লাস ও অনুশীলন যথাযথভাবে পরিচালিত হয়নি বলে অভিযোগ রয়েছে। বিষয়টির গুরুত্ব অনুধাবন করে সম্প্রতি বড় ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। 

বোর্ডের পক্ষ থেকে দেশের সব সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটকে ব্যবহারিক শিক্ষার বর্তমান অবস্থা, ঘাটতি এবং তা উন্নয়নে গ্রহণযোগ্য সুপারিশসহ বিস্তারিত প্রতিবেদন প্রস্তুত করার নির্দেশনা দেয়া হয়েছে। এরই মধ্যে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে প্রতিষ্ঠানগুলোকে ব্যবহারিক বিষয়ের প্রতিবেদন প্রস্তুত করতে চিঠি দেয়া হয়েছে।

গত ৯ এপ্রিল বোর্ডের পরিচালক (কারিকুলাম) প্রকৌশলী মো. আনোয়ারুল কবীর স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, ১ম থেকে ৮ম পর্ব পর্যন্ত সকল কারিগরি বিষয়ের (রিলেটেড বিষয় ব্যতীত) ব্যবহারিক প্রতিবেদন সংযুক্ত নমুনা মোতাবেক তৈরি করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হলো। প্রতিটি ব্যবহারিক সম্পন্ন করে নিশ্চিত হয়ে তথ্য প্রদান করতে হবে। পরবর্তীতে প্রতিষ্ঠান ভিত্তিক যন্ত্রপাতির তালিকাসহ সমন্বিত তথ্য অংশীজনদের (Stakeholder) উপস্থিতিতে বিস্তারণ (Curriculum dissemination) ওয়ার্কশপে উপস্থাপন করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে। 

আরও পড়ুন: ইএফটিতে বেতন-ভাতা নিয়ে যা জানাল কারিগরি শিক্ষা অধিদপ্তর

চিঠিতে ব্যবহারিক প্রতিবেদনটি (নিকষ ফন্টে) সম্পাদন করে আগামী ২৪ এপ্রিলের মধ্যে btebcsdiploma@gmail.com ইমেইলে প্রেরণ করার জন্য অনুরোধ করা হয়েছে। সম্ভাব্য ২৯-৩০ এপ্রিল অনুষ্ঠিত হতে যাওয়া কর্মশালায় উপস্থাপনের জন্য ব্যবহারিক প্রতিবেদনের হার্ডকপি সঙ্গে নিয়ে আসতে হবে বলেও জানানো হয়েছে চিঠিতে।

অনেক সময় প্রতিষ্ঠানগুলো পর্যাপ্ত ল্যাব সুবিধা না থাকায় অথবা শিক্ষক সংকটের কারণে ব্যবহারিক ক্লাস যথাযথভাবে পরিচালিত হয় না। ফলে শিক্ষার্থীরা শুধু তাত্ত্বিক জ্ঞান অর্জন করেই ডিপ্লোমা শেষ করছে, যা বাস্তব জীবনে দক্ষতার ঘাটতির সৃষ্টি করছে। বোর্ডের এই পদক্ষেপের ফলে প্রতিষ্ঠানভিত্তিক দুর্বলতা চিহ্নিত করা যাবে এবং প্রয়োজন অনুযায়ী যন্ত্রপাতি, শিক্ষক প্রশিক্ষণ ও ল্যাব আধুনিকায়নের উদ্যোগ নেওয়া সহজ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে কারিগরি শিক্ষা বোর্ডের পরিচালক (কারিকুলাম) প্রকৌশলী মো. আনোয়ারুল কবীর বলেন, “কারিগরি শিক্ষায় বাস্তব জ্ঞান ও দক্ষতার ঘাটতি পূরণের লক্ষ্যে শতভাগ ব্যবহারিক ক্লাস নিশ্চিত করতে আমরা উদ্যোগ গ্রহণ করেছি। এ লক্ষ্যে ইতোমধ্যে সব প্রতিষ্ঠানে চিঠি পাঠানো হয়েছে। প্রতিষ্ঠানগুলো সেগুলোর ভিত্তিতে প্রতিবেদন প্রস্তুত করছে।’’

‘‘কোন কোন যন্ত্রপাতির সংকট রয়েছে, তা চিহ্নিত করে তালিকা তৈরি করা হলে পরবর্তীতে আমরা প্রয়োজনীয় যন্ত্রপাতি সংগ্রহের চেষ্টা করব। পাশাপাশি, আমরা ইনহাউস প্রশিক্ষণের ব্যবস্থাও করব—যেখানে এক প্রতিষ্ঠানের দক্ষ শিক্ষক অন্য প্রতিষ্ঠানের শিক্ষকদের প্রশিক্ষণ দেবেন। এতে প্রতিষ্ঠানগুলোর মধ্যে দক্ষতা আদান-প্রদান নিশ্চিত হবে।”


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence