৬ দফা বাস্তবায়নের দাবিতে ঠাকুরগাঁওয়ে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ

শিক্ষার্থীদের বিক্ষোভ
শিক্ষার্থীদের বিক্ষোভ  © টিডিসি

৬ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে সারা দেশে জেলা পর্যায়ে সমাবেশের অংশ হিসেবে ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করেছেন। আজ রবিবার (২০ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ সময় শিক্ষার্থীরা বলেন, ‘ছয় দফা দাবি আমাদের ন্যায্য দাবি। দীর্ঘদিন ধরে আমরা রাজপথে আন্দোলন চালিয়ে যাচ্ছি। এখনই সময়, দাবি মেনে নেওয়ার।’ তারা আশা প্রকাশ করেন, প্রধান উপদেষ্টা দ্রুত শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো মেনে নেবেন। অন্যথায় আন্দোলন আরও কঠোর করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
 
শিক্ষার্থীদের ছয় দফা দাবিগুলো হলো
১. হাইকোর্টের রায়ে অবৈধভাবে জুনিয়র ইন্সট্রাক্টর পদে পদোন্নতি পাওয়া ক্রাফট ইন্সট্রাক্টরদের রায় বাতিল করতে হবে। সেইসঙ্গে পদবি পরিবর্তন ও মামলার সংশ্লিষ্টদের স্থায়ীভাবে চাকরিচ্যুত করতে হবে।

২. ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং কোর্সে যেকোনো বয়সে ভর্তির সুযোগ বাতিল করে উন্নতমানের চার বছর মেয়াদি কারিকুলাম চালু করতে হবে এবং পর্যায়ক্রমে তা সম্পূর্ণ ইংরেজি মাধ্যমে করতে হবে।

আরও পড়ুন: প্রাইমএশিয়ার ছাত্র পারভেজ হত্যার ঘটনার সূত্রপাত যেভাবে

৩. সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে ডিপ্লোমা প্রকৌশলীদের নিচু পদে নিয়োগ বন্ধ করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

৪. কারিগরি শিক্ষা বহির্ভূত জনবলকে নিষিদ্ধ করে পরিচালক, উপপরীক্ষা নিয়ন্ত্রকসহ বিভিন্ন পদে কারিগরি শিক্ষিত জনবল নিয়োগ নিশ্চিত করতে হবে।

৫. পৃথক ‘কারিগরি ও উচ্চশিক্ষা মন্ত্রণালয়’ প্রতিষ্ঠা ও কারিগরি শিক্ষা সংস্কার কমিশন গঠন করতে হবে।

৬. টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পাশাপাশি নির্মাণাধীন চারটি ইঞ্জিনিয়ারিং কলেজে পলিটেকনিক শিক্ষার্থীদের ভর্তি নিশ্চিত করতে হবে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence