ভিডিওর নিচে অটোমেটিক বাংলা সাবটাইটেল বসাবেন যেভাবে
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫২ PM
আমরা অনেকেই ভিডিও বানাই। ভিডিওর নিচে অনেকসময় ক্যাপশন বা সাবটাইটেল বসানো প্রয়োজন হয়। এটা সাধারণত ম্যানুয়ালি ঘন্টার পর ঘন্টার বসে করতে হয়। এটা অনেক ঝামেলার এবং প্রতিটি কথার সঙ্গে মিলিয়ে ম্যানুয়ালি সাবটাইটেল বসানো সত্যিই কষ্টসাধ্য। কিন্তু এখন কোনও ঝামেলা ছাড়াই আপনি সহজেই এটি করতে পারবেন। একটি নতুন ও সহজ ট্রিক্সের মাধ্যমে আপনি যা বলবেন, তা নিজে থেকেই ভিডিওর নিচে বাংলা ক্যাপশন হিসেবে বসে যাবে। চলুন জেনে নিই কিভাবে এই কাজটি করবেন।
এটি মূলত টিকটক (Tiktok) অ্যাপ দিয়ে করতে হবে। অন্য কিছু এআই অ্যাপ দিয়ে করা যায় তবে টিকটক দিয়েই সবচেয়ে সহজে করা যায়।
১. শুরুতে টিকটক অ্যাপে প্রবেশ করে নিচের প্লাস আইকনে ক্লিক করবেন। এরপর আপনি যে ভিডিওটার বাংলা বা অন্য ক্যাপশন বসাতে চাচ্ছেন সেটা এখানে নিয়ে আসবেন।
২. ডানপাশের এডিট (Edit) আইকনে যান। এরপর টেক্সট(text) নামে যে অপশন থাকবে সেখানে ক্লিক করুন। সেখান থেকে বেক (back) বাটনে ক্লিক করলে দুটি অপশন থাকবে, একটি এড টেক্সট (Add text) অন্যটি ক্যাপশনস (Captions) আপনি ক্যাপশনসে ক্লিক করবেন। এটায় ক্লিক করলে ল্যাঙ্গুয়েজ (Language) নামে অপশন ওপেন হবে। সেখানে ক্লিক করে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করলে আপনার ভিডিওর সাবটাইটেল নিচে অটোমেটিক আপলোড হয়ে যাবে। চাইলে আপনি স্টাইল (style) অপশনে গিয়ে লেখার ধরণ, নিচে, মাঝে বা উপরে যেখানে ইচ্ছে বসাতে পারেন। এরপর ভিডিওটি প্লে করলেই সাবটাইটেল উঠতে শুরু করবে। এখানে কাজ শেষ।
৩. এখন ভিডিওটি গ্যালারিতে সেভ করার পালা। প্রথমে ওপরের ডানপাশে একটি তীরচিহ্ন রয়েছে সেখানে ক্লিক করতে হবে। এরপর ভিডিওটির ওপরে ধরে টেনে নিচের দিকে নিয়ে আসলে তখন ডানপাশের একদম নিচে একটি অ্যারো চিহ্ন দেখবেন, সেখানে ক্লিক করলে আরও নিচে সেইভ নামে অপশন থাকবে। আপনি সেখানে ক্লিক করলেই এটা মুহুর্তের মধ্যে আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে।
এভাবেই ঘন্টার পর ঘন্টার সময় নষ্ট না করে আপনি অল্প কিছুক্ষণ সময়েই এ কাজটি করে ফেলতে পারেন।