বশেমুরবিপ্রবিতে শিক্ষার্থী ধর্ষণ: ৫ দফা দাবি বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের

০১ মার্চ ২০২২, ০৩:২৭ PM
বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক

বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক © লোগো

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থী ধর্ষণ মামলার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক।

আজ মঙ্গলবার (১ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানানো হয়। বিবৃতিতে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৬২ জন শিক্ষক স্বাক্ষর করেছেন। 

বিবৃতিতে বলা হয়েছে, ২৪ ফেব্রুয়ারি ধর্ষণের প্রতিবাদে ঘোনাপাড়া নামক স্থানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের ওপর এলাকাবাসীসহ ছাত্রলীগের একাংশ হামলা করে, যা আসলে ধর্ষকদের পক্ষাবলম্বন।

ছাত্রলীগের এ হামলার নিন্দা জানিয়ে দেশের বিভিন্ন ক্যাম্পাসসহ বশেমুরবিপ্রবির আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করেন তারা।     

বিবৃতিতে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের পক্ষ থেকে ৫টি দাবির জানানো হয়। দাবিগুলো হলো— দ্রুততম সময়ের মধ্যে সুষ্ঠু তদন্ত ও বিচারের মাধ্যমে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি দিতে হবে, সব রকমের ভিক্টিম ব্লেমিং এবং ধর্ষণের শিকার শিক্ষার্থীর চরিত্রের কেলেঙ্কারিকরণ বন্ধ করতে হবে এবং দায়ীদের শাস্তি দিতে হবে, ভিক্টিমের শারীরিক ও মানসিক চিকিৎসা এবং তার সুস্থতা নিশ্চিতকরণের দায়িত্ব বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ সকল অংশীজনকে গ্রহণ করতে হবে, বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক বশেমুরবিপ্রবি'র সব শিক্ষক-শিক্ষার্থীর নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সব শিক্ষক-শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং ২৪ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দ্রুততম সময়ের মধ্যে বিচারের ব্যবস্থা করতে হবে।

বিকাশ নগদ ও ব্যাংক—কোন মাধ্যমে কত লাখ পেলেন ব্যারিস্টার ফুয়…
  • ০৮ জানুয়ারি ২০২৬
আজ আমি জিতে গেছি, কিন্তু হাদি ভাই নেই: শান্তা আক্তার
  • ০৮ জানুয়ারি ২০২৬
জবির একমাত্র হল সংসদে ১৩ পদের মধ্যে শীর্ষ ৩ পদসহ ১০টিতেই জয়…
  • ০৮ জানুয়ারি ২০২৬
‘বাদ’ নয়, ‘বিশ্রামে’ সাইফ, জানালেন নাসির
  • ০৮ জানুয়ারি ২০২৬
জকসুতে ইনকিলাব মঞ্চের সেই শান্তা জয়ী
  • ০৮ জানুয়ারি ২০২৬
জকসুতে ২১ পদের মধ্যে শীর্ষ ৩ পদসহ ১৫টিতেই জয়ী শিবির
  • ০৮ জানুয়ারি ২০২৬