রমজান মাসে স্কুল-কলেজ বন্ধ রাখতে ছুটির তালিকা সংশোধনের আহ্বান

দেলোয়ার হোসেন আজিজী
দেলোয়ার হোসেন আজিজী  © ফাইল ফটো

স্কুল ও কলেজের ছুটি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন শিক্ষক নেতা অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী। রবিবার নিজের ফেসবুক পোস্টে এই আহ্বান জানান তিনি। স্ট্যাটাসে তিনি লিখেন, `স্কুল ও কলেজের বার্ষিক ছুটির তালিকায় যে অসঙ্গতি রয়েছে তা দূর করে পুনরায় ছুটির তালিকা প্রকাশ করতে হবে। প্রয়োজনে অন্যান্য ছুটি সমন্বয় করে রমজান মাসের বন্ধ বহাল রাখতে হবে।'

এর আগে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি মাধ্যমিক-১ শাখা থেকে ছুটির তালিকা প্রকাশ করা হয়। ছুটির তালিকা ঘেটে দেখা গেছে, ২০২৬ সালে স্কুলে মোট ছুটি দেওয়া হয়েছে ৬৪ দিন। তবে এই ছুটি গণনা করা হয়েছে সাপ্তাহিক বন্ধসহ। অর্থাৎ শুক্র এবং শনিবারের ছুটি মিলিয়ে এবার ৬৪ দিন স্কুল বন্ধ থাকবে। ২০২৫ সালে সাপ্তাহিক বন্ধের দিন ব্যতীত স্কুলে মোট ৭৬ দিন ছুটি ছিল। ২০২৫ সালে শুক্র ও শনিবার মিলিয়ে মোট ছুটি ছিল ৯৮ দিন। এবার শুক্র ও শনিবার মিলিয়ে সেই ছুটি ৭১ দিনে নামিয়ে আনা হয়েছে।

তালিকা অনুযায়ী, ২০২৬ সালে সবচেয়ে বড় ছুটি আগামী ৮ থেকে ২৬ মার্চ মোট ১৯ দিনের। এসব ছুটি রমজান, ঈদ ও স্বাধীনতা দিবস উপলক্ষে দেওয়া হয়েছে। ২০২৫ সালে শুক্র এবং শনিবার ছাড়াই রমজান মাসে ২৮ দিন ছুটি ছিল। তবে এবার রমজানের ছুটি দেওয়া হয়েছে শুক্র এবং শনিবার হিসেব করে।

ছুটির তালিকায় ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি থাকবে টানা ১২ দিন। এ ছুটি ২৪ মে থেকে ৪ জুন পর্যন্ত চলবে। এর মধ্যে সাপ্তাহিক ছুটি রয়েছে। গত বছর এই ছুটি ছিল ১৫ দিন। 

দুর্গাপূজায় এবার ৫ দিন ছুটি রাখা হয়েছে। এর মধ্যে লক্ষ্মী পূজা, প্রবারণা পূর্ণিমা, ফাতেহা-ই-ইয়াজ দহমসহ বেশ কয়েকটি ছুটি আছে। এবার স্কুলের সবগুলো বড় বড় ছুটি গণনা করা হয়েছে শুক্র ও শনিবার হিসেব করে। ২০২৫ সালে এই ছুটিগুলো শুক্র এবং শনিবার ছাড়াই গণনা করা হয়েছে। বড় ছুটিগুলো ক্ষেত্রে এবার শুক্র ও শনিবারের ছুটি হিসেব করে ছুটি গণনা করা হয়েছে।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!