প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে লংমার্চ বিকেল ৫টায়

আন্দোলনরত শিক্ষকরা
আন্দোলনরত শিক্ষকরা  © সংগৃহীত

২০ শতাংশ বাড়ি ভাড়া বৃদ্ধির দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে লংমার্চ করবেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেল ৫টায় শহীদ মিনার এলাকা থেকে লংমার্চ শুরু হবে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ২টা ৩০ মিনিটে শিক্ষা ভবনের সামনে দ্য ডেইলি ক্যাম্পাসকে এ কথা বলেন জাতীয়করণ প্রত্যাশী জোটের যুগ্ম আহবায়ক হাবিবুল্লাহ রাজু।

আরও পড়ুন: আলোচনার নামে আই-ওয়াশ করেছেন: শিক্ষক নেতা আজীজি

তিনি বলেন, অধ্যক্ষ আজীজি যা বলার বলেছেন। তার ঘোষণা অনুযায়ী, আমাদের আন্দোলন চলবে। বিকেল ৫টায় আমরা যমুনা অভিমুখে লংমার্চ শুরু করব।


সর্বশেষ সংবাদ