আবু সাঈদ স্টাইলে জলকামানের সামনে বুক পেতে দাঁড়ালেন শিক্ষক

জলকামান নিক্ষেপের সময় জাতীয় পতাকা হাতে দাঁড়িয়ে রইলেন এক শিক্ষক
জলকামান নিক্ষেপের সময় জাতীয় পতাকা হাতে দাঁড়িয়ে রইলেন এক শিক্ষক  © ভিডিও থেকে নেওয়া

বিভিন্ন দাবিতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে অবস্থান নেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। পরে শিক্ষক-কর্মচারীদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও জলকামান নিক্ষেপ করে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী।

এ সময় জাতীয় পতাকা হাতে জুলাই বিপ্লবের প্রথম শহীদ আবু সাঈদের মতো করে দাঁড়িয়ে ছিলেন এক শিক্ষক। এমন একটি ভিডিও সামাজিক মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। আজ রবিবার (১২ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে বেলা পৌনে ২টার দিকে এ ঘটনা ঘটে। 

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের সরিয়ে দিতে জলকামান নিক্ষেপের সময় সাদা পাঞ্জাবী-পাজামা পড়া একজন জাতীয় পতাকা হাতে নিয়ে জলকামানের সামনে দাঁড়িয়ে থাকে। আরেক আন্দোলনকারীও তার পাশে হাত মেলে দাঁড়িয়ে যায়। এ সময় এক পুলিশ সদস্য তাকে সরিয়ে নিয়ে যায়। 

জানা গেছে, ২০ শতাংশ বাড়ি ভাড়া এবং ১৫০০ টাকা মেডিকেল ভাতাসহ তিন দাবিতে আন্দোলন করছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। আজ রবিবার সকাল থেকে প্রেস ক্লাবের সামনে অবস্থান নিলে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। পরে তারা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেন। সমাবেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম-আহ্বায়ক সামান্তা শারমিন।

এদিকে আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশের হামলা, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও গ্রেপ্তারের প্রতিবাদে আগামীকাল সোমবার থেকেই লাগাতার কর্মবিরতির ঘোষণা দিয়েছেন শিক্ষক-কর্মচারীরা।

শিক্ষকরা বলছেন, বাড়ি ভাড়া ২০ শতাংশ করা না হলে তারা ফিরবেন না। এর আগে অনেকবার আশ্বাস দিলেও মানা হয়নি। এবার তারা প্রজ্ঞাপন নিয়েই ফিরতে চান। এর আগে তাদের শতাংশ হারে বাড়ি ভাড়ার দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তা। 

আগামী ২২ অক্টোবরের মধ্যে এ দাবি মানা হবে বলে জানানো হয়েছে। রবিবার (১২ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ে শিক্ষকদের সঙ্গে অনুষ্ঠিত সভা সূত্রে এ তথ্য জানা গেছে। আজ বেলা ১১টা ২০ মিনিটে তারা আলোচনায় বসেন। তবে কোন কর্মকর্তার সঙ্গে আলোচনা হয়েছে সেটি জানা যায়নি।


সর্বশেষ সংবাদ