পুলিশের লাঠিপেটায় আহত, মাথায় ব্যান্ডেজ নিয়েই শহীদ মিনারে শিক্ষক
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫, ০৫:১৬ PM , আপডেট: ১২ অক্টোবর ২০২৫, ০৫:২০ PM
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া মূল বেতনের ২০ শতাংশ করার দাবিতে আন্দোলনরত শিক্ষকদের ওপর সাউন্ড গ্রেনেড, জলকামান নিক্ষেপ ও লাঠিপেটা করেছে পুলিশ। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের মধ্যে শফিকুল ইসলাম কাজলও রয়েছেন। আন্দোলনে আহত হয়েও শহীদ মিনারে এসেছেন তিনি।
রবিবার (১২ অক্টোবর) এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের আন্দোলনে আহত হন শফিকুল। এরপর হাসপাতালে চিকিৎসা শেষে মাথায় ব্যান্ডেজ নিয়েই শহীদ মিনারে আসেন তিনি।
শফিকুল ইসলাম কাজল কিশোরগঞ্জের ফেকামারা কামিল মাদ্রাসার ইংরেজি বিষয়ের প্রভাষক। তিনি দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আহত হয়েছি তাতে আক্ষেপ নেই। আমরা বাড়ি ভাড়া ২০ শতাংশ এবং চিকিৎসা ভাতা ১ হাজারে ৫০০ টাকা চাই। এ দাবি পূরণের জন্য সরকারের কাছে আহ্বান জানাচ্ছি।’
শিক্ষকরা বলছেন, বাড়ি ভাড়া ২০ শতাংশ করা না হলে তারা ফিরবেন না। এর আগে অনেকবার আশ্বাস দিলেও মানা হয়নি। এবার তারা প্রজ্ঞাপন নিয়েই ফিরতে চান। এর আগে তাদের শতাংশ হারে বাড়ি ভাড়ার দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তা।
আগামী ২২ অক্টোবরের মধ্যে এ দাবি মানা হবে বলে জানানো হয়েছে। রবিবার (১২ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ে শিক্ষকদের সঙ্গে অনুষ্ঠিত সভা সূত্রে এ তথ্য জানা গেছে। বেলা ১১টা ২০ মিনিটে তারা আলোচনায় বসেন। তবে কোনো কর্মকর্তার সঙ্গে আলোচনা হয়েছে সেটি জানা যায়নি।