রাবিতে ছাত্র-শিক্ষক-কর্মকর্তাদের ধস্তাধস্তির ঘটনায় উদ্বিগ্ন ইউটিএল

২১ সেপ্টেম্বর ২০২৫, ১১:২১ PM
ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল)

ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল) © লোগো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পোষ্য কোটা বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ধস্তাধস্তির ঘটনায় তীব্র নিন্দা উদ্বেগ জানিয়েছে জুলাই গণঅভ্যুত্থানপন্থি বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল)।

২১ সেপ্টেম্বর (রবিবার) ইউটিএল-এর আহ্বায়ক অধ্যাপক মো. আতাউর রহমান বিশ্বাস এবং সদস্য সচিব অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন এক যৌথ বিবৃতিতে এ নিন্দা জানান।

বিবৃতিতে বলা হয়, সম্প্রতি বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের ভর্তির জন্য পোষ্য কোটা বহাল রেখে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে। বিজ্ঞপ্তি প্রকাশের পর শিক্ষার্থীরা পোষ্য কোটা বাতিলের দাবিতে আন্দোলন শুরু করে। আন্দোলনের এক পর্যায়ে শিক্ষার্থীরা উপাচার্য ও উপ-উপাচার্যের বাসভবন ঘেরাও করলে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বাকবিতণ্ডা এবং পরবর্তীতে হাতাহাতির ঘটনা ঘটে।

এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে ইউটিএল নেতৃবৃন্দ বলেন— বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে এ ধরনের পরিস্থিতি কোনোভাবেই বিশ্ববিদ্যালয়ের পরিবেশের জন্য কল্যাণকর হতে পারে না। এটি নিরাপদ ক্যাম্পাস তৈরি ও শিক্ষার অনুকূল পরিবেশ বজায় রাখার ক্ষেত্রে বড় প্রতিবন্ধকতা। আমরা অবিলম্বে একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি।

নেতৃবৃন্দ আরও বলেন—শিক্ষার্থীরা যখন দীর্ঘ ৩৫ বছর পর রাকসু নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, ঠিক সেই সময়ে এ ধরনের ঘটনা কোনোভাবেই কাম্য নয়। একইসাথে পোষ্য কোটা সংক্রান্ত সমস্যার দ্রুত সমাধান করে ঘোষিত তারিখে রাকসু নির্বাচন আয়োজনের আহবান জানাই। বিশ্ববিদ্যালয়ে গণতন্ত্র চর্চার পরিবেশ তৈরি ও সুস্ঠু ভোটের মাধ্যমে শিক্ষার্থীদের প্রতিনিধি নির্বাচনের ব্যবস্থা করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ সংশ্লিষ্ট সকল পক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।

এছাড়া ইউটিএল-এর পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সকল পক্ষকে আলোচনার মাধ্যমে উদ্ভূত সমস্যা সমাধানে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। 

 

নাসীরুদ্দীন পাটওয়ারীকেও শোকজ
  • ১৮ জানুয়ারি ২০২৬
ইউএনওর সঙ্গে বাগবিতণ্ডা, সেই চেয়ারম্যান বরখাস্ত
  • ১৮ জানুয়ারি ২০২৬
জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
  • ১৮ জানুয়ারি ২০২৬
দুদফা সময় বাড়ানোর পর গুচ্ছে মোট কত আবেদন পড়ল?
  • ১৮ জানুয়ারি ২০২৬
নাহিদ ইসলামকে শোকজ
  • ১৮ জানুয়ারি ২০২৬
প্রশাসন নিরপেক্ষ না হলে যে কোনো আসনেই ৫ আগস্ট হতে পারে: রুম…
  • ১৮ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9