ইবিতে সাংবাদিকদের ওপর হামলা, জিয়া পরিষদের নিন্দা ও প্রতিবাদ
- ইবি প্রদায়ক
- প্রকাশ: ১৫ জুলাই ২০২৫, ০৪:৪১ PM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ০৬:১৫ PM
সংবাদ সংগ্রহকালে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাংবাদিকদের ওপর হামলা চালায় অর্থনীতি বিভাগের একদল শিক্ষার্থী। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন জিয়া পরিষদ। সাংবাদিক নির্যাতনের ঘটনায় জড়িতদের চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান তারা।
মঙ্গলবার (১৫ জুলাই) সংগঠনটির সভাপতি অধ্যাপক ড. ফারুকুজ্জামান খান ও সাধারণ সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রতিবাদ লিপিতে এ নিন্দা জানায় সংগঠনটি।
প্রতিবাদ লিপিতে তারা বলেন, গত শনিবার অর্থনীতি বিভাগের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘটিত ঘটনায় গণমাধ্যম কর্মীদের ওপর হামলার মতো ন্যাক্কারজনক ঘটনায় আমরা গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করছি। শিক্ষাঙ্গনে সাংবাদিকদের নিরাপত্তা বিঘ্নিত হওয়া শুধু দুঃখজনকই নয়, তা বিশ্ববিদ্যালয়ের মুক্তবুদ্ধির চর্চা এবং মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। এ ঘটনাসহ বিভিন্ন মহলের নানাবিধ অপতৎপরতা সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে।
তারা আরো বলেন, দুঃখজনকভাবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সর্বক্ষেত্রে ব্যবস্থা গ্রহণে অনীহা ও দীর্ঘসূত্রিতা উদ্বেগজনক পরিস্থিতি সৃষ্টি করেছে। তাই জিয়া পরিষদ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা সাংবাদিক নির্যাতনের ঘটনাসহ সকল অপতৎপড়তার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে যথাযথ প্রশাসনিক ও আইনি ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছে।
প্রসঙ্গত, গত শনিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের ফুটবল মাঠে অর্থনীতি বিভাগের আন্তঃসেশন খেলায় মারামারিতে জড়ায় বিভাগটির সিনিয়র ও জুনিয়ররা। এ সময় তাদের মারামারির ভিডিও করতে গেলে তিন ক্যাম্পাস সাংবাদিকের ওপর হামলা করে বিভাগটির শিক্ষার্থীরা। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিকরা ১৩ জুলাই প্রক্টর বরাবর লিখিত অভিযোগ জমা দেন। অন্যদিকে অভিযুক্ত শিক্ষার্থীরাও সাংবাদিকদের বিরুদ্ধে ‘সন্ত্রাসী হামলা ও লাঞ্ছনার’ অভিযোগ এনে পাল্টা অভিযোগপত্র দেন। এর প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
অভিযুক্তরা হলেন, অর্থনীতি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের নাহিদ হাসান, আফসানা পারভিন টিনা, সাব্বির, মিনহাজ, সৌরভ দত্ত, রিয়াজ মোর্শেদ, সৌরভ সোহাগ ও পান্না। একই বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের অজিল, সাইফুল, রাকিব, মশিউর রহমান রিয়ন ও হৃদয়সহ ২০-২৫ জন।