জাবির ‘এ’ ইউনিটে ছেলেদের মধ্যে প্রথম আকিব

মো. মাহিদুল ইসলাম আকিব
মো. মাহিদুল ইসলাম আকিব  © সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। বুধবার (৩ আগস্ট) রাতে এ ফল প্রকাশ করা হয়। 

প্রকাশিত ফলাফলে ছেলেদের মধ্যে প্রথম হয়েছেন মো. মাহিদুল ইসলাম আকিব। তিনি সরকারি আনন্দমোহন কলেজ থেকে এইচএসসি পাস করেছেন। তার ময়মনসিংহ সদরে। আকিবের বাবার নাম মো. ওলিউল্লাহ। জিপিএসহ আকিবের প্রাপ্ত নম্বর ৮৭ দশমিক ৪০।

প্রথম হওয়ার অনুভূতি জানতে চাইলে আকিব বলেন, ‘‘আল্লাহর অশেষ রহমতে চান্স পেয়েছি এজন্য শুকরিয়া। আমাকে যারা অনুপ্রেরণা জুগিয়েছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা। আমি রাজশাহীতে চান্স পেলেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইআইটি অথবা সিএসইতে পড়তে চাই।’’

আরও পড়ুন: এক ক্লিকেই দেখুন জাবির ‘এ’ ইউনিটের ফল

তথ্য অনুযায়ী, এ ইউনিটে মোট পরীক্ষার্থী ছিল ৭৬ হাজার ৩০৯ জন। পরীক্ষায় উপস্থিত ছিলেন ৬১ হাজার ৫৩৪ জন। ফল গণনা করা হয়েছে ৬১ হাজার ৪০১ জনের।

পাস করেছেন ৩৩ হাজার ৯২০ জন। এদের মধ্যে ছাত্র ২২ হাজার ৯২৭ জন। ছাত্রী ১০ হাজার ৯৯৩ জন। প্রথম শিফটে পাসের হার ১২ দশমিক ৬৯ শতাংশ। আর দ্বিতীয় শিফটে ১৭ দশমিক ৪৪ শতাংশ। ছেলেদের মধ্যে সর্বোচ্চ নম্বর জিপিএসহ ৮৭ দশমিক ৪০। মেয়েদের মধ্যে ৮৪ দশমিক ৪০।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence