বাংলা চ্যানেল পাড়ি দিলেন পুলিশ কর্মকর্তা মিশু বিশ্বাস
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ৩০ নভেম্বর ২০২০, ০৮:৩৮ PM , আপডেট: ৩০ নভেম্বর ২০২০, ০৮:৩৮ PM
কক্সবাজারের টেকনাফের বাংলা চ্যানেল পাড়ি দিয়েছেন বাংলাদেশি সাঁতারু পুলিশ কর্মকর্তা মিশু বিশ্বাস। তিনি গোয়েন্দা পুলিশের রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার হিসেবে কর্মরত রয়েছেন। তিনিই সিভিল সার্ভিসে প্রথম পুলিশ কর্মকর্তা যিনি বাংলা চ্যানেল পাড়ি দেয়ার মতো গৌরব অর্জন করেছেন।
কক্সবাজারের টেকনাফে ফিশারি জেটি থেকে আজ সোমবার সকাল ৯টা ২৫ মিনিটে সাঁতার শুরু করে বিকেল পৌনে চারটায় সেন্টমার্টিন দ্বীপে পৌঁছেছেন তিনি। প্রায় ছয় ঘণ্টায় ১৬ দশমিক ১ কিলোমিটার সাগর পাড়ি দিয়েছেন।
আয়োজকরা জানিয়েছেন, মিশু বিশ্বাসের সঙ্গে আরও ৪৩ জন আজ বাংলা চ্যানেল পাড়ি দিতে সফল হয়েছেন। এদের মধ্যে দুইজন নারী ও ফ্রান্সের একজন নাগরিকও রয়েছেন। আয়োজনের ১৫তম সংস্করণে আজ প্রথম স্থান অধিকার করেছেন ১৩ বছরের কিশোর সাঁতারু রাব্বি।
মিশু বিশ্বাস বলেন, পুলিশের সদস্য হিসেবে জনগণের সেবার পাশাপাশি আমি স্বাস্থ্য সচেতন ব্যক্তি হিসেবে সাঁতার ও দৌড় ভালোবাসি। তিনি বলেন, চার মাস আগেও সাঁতার জানতাম না আমি। বাংলা চ্যানেল জয় করার জন্যই সাঁতার শিখেছি। আগামী বছর মালয়েশিয়ায় ইন্টারন্যাশনাল আয়রনম্যান চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছি।