পেট্রোবাংলার পর বিসিএসেও বাজিমাত ফরহাদের

১৬ নভেম্বর ২০২৫, ০৯:৪৮ AM
সুপারিশপ্রাপ্ত ফরহাদ হোসাইন

সুপারিশপ্রাপ্ত ফরহাদ হোসাইন © টিডিসি ফটো

‘আমি গরিবের আল্লাহ ভরসা—অইলে অইলো, নাইলে নাই।‘ এভাবেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আঞ্চলিক ভাষায় ৪৯তম বিসিএসের ভাইভা শেষে নিজের অভিব্যক্তি প্রকাশ করেন শেরপুরের ফরহাদ হোসাইন। দীর্ঘ চেষ্টা ও অধ্যবসায়ের পর এই মনোভাবই তাকে ৪৯তম বিসিএস পরীক্ষায় শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত করতে সাহায্য করেছে।

শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার ৬নং শ্রীবরদী সদর ইউনিয়নের কুড়িপাড়া গ্রামের মোঃ সাহেব আলী ও ফাতেমা বেগম দম্পতির ছেলে ফরহাদ হোসাইন। তিনি চার ভাইবোনের মধ্যে তৃতীয় তম ।

শৈশব থেকেই মেধাবী ফরহাদ কুড়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেন। পরবর্তীতে তাতীহাটি আইডিয়াল স্কুলের ব্যবসা শিক্ষা শাখায় ফার্স্ট বয় হিসেবে পড়াশোনা চালিয়ে যান। ২০১৪ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করে তিনি বিদ্যালয়ের প্রথম শিক্ষার্থী হিসেবে কৃতিত্বের স্বাক্ষর রাখেন।

উচ্চমাধ্যমিকে শ্রীবরদী সরকারি কলেজে ভর্তি হয়ে ব্যবসা শাখায় ২০১৬ সালে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করে শেরপুর জেলায় প্রথম স্থান অধিকার করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে ব্যবস্থাপনা বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন।

বিসিএস প্রস্তুতিতে একাধিক ব্যর্থতার পরও হাল ছাড়েননি ফরহাদ। ৪৪তম বিসিএস প্রিলিমিনারি ও ৪৫তম বিসিএস লিখিত পরীক্ষায় অকৃতকার্য হওয়া সত্ত্বেও অবিচল থেকে পরিশ্রম চালিয়ে সম্প্রতি ৪৯তম বিসিএস পরীক্ষায় শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হন। তিনি জানান, ৪৬তম বিসিএস এর ফল প্রত্যাশী এবং ৪৭তম বিসিএস এর লিখিত দিবেন।

ফরহাদ হোসাইন এর চাচা আকাশ আহমেদ বলেন, ‘ছোট থেকেই আমার ভাতিজা ফরহাদ মেধাবী ছাত্র ছিলেন। সবসময় ক্লাসের টপ স্টুডেন্ট হয়েছে। জেলা-উপজেলা পর্যায়েও প্রথম স্থান অধিকার করেছে। তার বিসিএস অর্জনে আমরা গর্বিত। তার প্রতি শুভ কামনা থাকবে সবসময়।‘

তার বিষয়ে শ্রীবরদী সরকারি কলেজের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক রিফাত আহমেদ জানান, ‘ফরহাদ আমাদের কলেজের সাবেক ছাত্র। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্যবস্থাপনা বিষয়ে স্নাতকোত্তর সম্পন্ন করে পেট্রো বাংলায় চাকরি পেয়েছিল। আমার সাথে যখন পরামর্শ করছিল তখন আমি ইচ্ছা প্রকাশ করলাম যে তার সফলতার গল্প নিয়ে পোস্ট করব। সে বলল স্যার চূড়ান্ত হয়ে গেলে আমি আপনাকে জানাবো তখন করবেন, কারণ চূড়ান্ত না হওয়া পর্যন্ত স্বস্তি পাচ্ছি না৷ তারপর বলল তবে যদি আপনি এখনি পোস্ট করতে চান আমার ভিন্নমত নেই। আমি তার আবেগকেই রাখলাম। আলহামদুলিল্লাহ বিসিএস এর ফল প্রকাশের দিন সে দুটি খুশির খবর জানালো, বলল স্যার সহকারী কর্মকর্তা (অর্থ) পেট্রোবাংলার নিয়োগ চূড়ান্ত হয়েছে আর ৪৯ তম বিসিএস এ শিক্ষা ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হয়েছি। এবার আপনি আমাকে নিয়ে আপনার ইচ্ছা পূরণ করতে পারেন।‘

ফরহাদ হোসাইন পেট্রোবাংলার আওতাধীন সুন্দরবন গ্যাস কোম্পানি লিমিটেডেও সহকারী কর্মকর্তা (অর্থ) পদে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের আওতায় নিয়োগের সুপারিশ পেয়েছেন। দৃঢ়তা, অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের সমন্বয়ে অর্জিত এই সাফল্য ফরহাদ হোসাইনকে শেরপুরের তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্তে পরিণত করেছে।

 

 

 

ঢাবিতে ৫ দিনব্যাপী শহীদ ওসমান হাদি স্মৃতি বইমেলার উদ্বোধন
  • ১৮ জানুয়ারি ২০২৬
নিয়োগ ও সনদ জালিয়াতির অভিযোগে বেরোবিতে দুদকের অভিযান
  • ১৮ জানুয়ারি ২০২৬
শাকসু বাতিলের দাবিতে ইসি ঘেরাও কেন্দ্রীয়  ছাত্রদলের, পাল্টা…
  • ১৮ জানুয়ারি ২০২৬
ইউএনওকে ধমক দেওয়া সেই ইউপি চেয়ারম্যান বরখাস্ত
  • ১৮ জানুয়ারি ২০২৬
রেডমি নোট ১৫ সিরিজের নতুন ৩ স্মার্টফোন আনলো শাওমি
  • ১৮ জানুয়ারি ২০২৬
অনুষ্ঠিত হলো হাল্ট প্রাইজ অ্যাট ইউল্যাবের গ্র্যান্ড ফিনালে
  • ১৮ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9