দেশজুড়ে তারুণ্যের উৎসব ২০২৫ অনুষ্ঠিত

২০ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩০ AM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:০৬ PM
তারুণ্যের উৎসব

তারুণ্যের উৎসব © সংগৃহীত

তারুণ্যের শক্তিকে উজ্জীবিত করে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশজুড়ে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যকে ঘিরে অনুষ্ঠিত হয়েছে তারুণ্যের উৎসব ২০২৫। গতকাল বুধবার (১৯ ফেব্রুয়ারি) গত এক মাস ধরে চলা এই উৎসবের সমাপ্তি ঘোষণা করা হয়। 

এ উৎসবে বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড খেলাধুলায় নারীরা প্রাধান্য পায়। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো এ উৎসবে নারীরা ক্রিকেট, ফুটবল, কাবাডি, ব্যাডমিন্টন, ভলিবল, বাস্কেটবল ইত্যাদি খেলাধুলায় অংশগ্রহণ করে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তথ্যমতে, এ উৎসবে দেশের বিভিন্ন জায়গা থেকে ২৭ লক্ষ ৪০ হাজার নারী ও তরুণী প্রায় তিন হাজার খেলাধুলার ইভেন্ট ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করেন। এর মধ্যে দেশের প্রত্যন্ত অঞ্চলে অন্তত ৮৫৫টি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।অন্তর্বর্তী সরকার ও স্থানীয় কর্তৃপক্ষ দেশের ৫০০টিরও বেশি জেলা ও উপজেলায় নারীদের ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করেন। উৎসবমুখর পরিবেশে হাজার হাজার দর্শক এসব অনুষ্ঠান উপভোগ করেন।   

তবে এই খেলাধুলার ইভেন্ট ঘিরে ইতিবাচক দিক থাকা সত্ত্বেও, কিছু কিছু জায়গায় নারীদের ফুটবল ম্যাচ আক্রমণের শিকার হয়েছে। স্থানীয় মানুষসহ মাদ্রাসার কিছু ছাত্ররা ম্যাচে বিঘ্ন ঘটায় বলে খবর পাওয়া গেছে। অন্তর্বর্তীকালীন সরকার এই ঘটনাগুলির তদন্তের জন্য পুলিশকে নির্দেশ দিয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, দুটি ম্যাচ স্থগিত করা হয়েছিল কারণ আয়োজকরা দর্শকদের ম্যাচ দেখতে বাধা দিয়েছিল।

বিঘ্নিত ম্যাচগুলির মধ্যে একটি পরবর্তীতে আবারও অনুষ্ঠিত হয়, যেখানে শত শত দর্শক উপস্থিত ছিলেন। 

এছাড়াও এই উৎসবের অংশ হিসেবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন আয়োজন করে চা শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীদের অংশগ্রহণে সিলেটে দিনব্যাপী ফুটবল প্রতিযোগিতা, কক্সবাজারে বিচ ফুটবল,  অ্যামপিউটি ফুটবল ফেস্টিভাল, তিন পার্বত্য জেলায় সুবিধাবঞ্চিত নারী ফুটবলারদের ফুটবলের প্রতি আগ্রহ সৃষ্টির লক্ষ্যে ৪ দিনব্যাপী প্রশিক্ষণ, সিরাজগঞ্জের চরাঞ্চলে ফুটবল ফেস্টিভাল, ঢাকায় বিভিন্ন দূতাবাসের ইয়াং ডিপ্লোমেটদের নিয়ে প্রীতি ফুটবল ম্যাচ ইত্যাদি। 

তারুণ্যের উৎসবকে অংশগ্রহণমূলক ও প্রাণবন্ত করে তুলতে বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষার্থীদের এই উৎসবে সম্পৃক্ত করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অত্যন্ত আনন্দঘন পরিবেশে এই তারুণ্যের উৎসব উদ্‌যাপিত হয়। 

বিশ্বকাপের জন্য আর্জেন্টিনার ৫০ সদস্যের প্রাথমিক দল প্রস্তু…
  • ২০ জানুয়ারি ২০২৬
জামায়াতের প্রার্থীরা কয়টি আসনে নির্বাচন করবেন, সর্বশেষ যা জ…
  • ২০ জানুয়ারি ২০২৬
ফুলবাড়ীয়ায় অবৈধভাবে গড়ে উঠেছে ৩৩টি ইটভাটা, পোড়ানো হচ্ছে কাঠ
  • ২০ জানুয়ারি ২০২৬
ভেঙে পড়ল সোনাহাট সেতুর পাটাতন, দুর্ভোগে হাজারো মানুষ
  • ২০ জানুয়ারি ২০২৬
তারেক রহমান-ডা. শফিকসহ যে ৬ নেতার আসনে সব দলের প্রার্থিতা প…
  • ২০ জানুয়ারি ২০২৬
ডিআইইউতে অর্থনীতি বিভাগের নতুন চেয়ারম্যান, শিক্ষার্থীদের ফু…
  • ২০ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9