একই বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ যমজ দুই বোনের

সামিয়া জাহান আফসানা ও সাদিয়া জাহান শাহানা
সামিয়া জাহান আফসানা ও সাদিয়া জাহান শাহানা  © সংগৃহীত

সামিয়া জাহান আফসানা এবং সাদিয়া জাহান শাহানা। দুজনেই যমজ বোন। একসঙ্গে যেমন পৃথিবীতে এসেছেন, তাঁদের বেড়ে উঠাও একসঙ্গে। প্রাথ‌মিক থেকে উচ্চমাধ্যমিক পর্যন্ত সকল পরীক্ষাতেই পেয়েছেন জিপিএ-৫।

এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ভ‌র্তি পরীক্ষায় দেখিয়েছেন সাফল্য। আফসানা ‘ডি’ ইউনিটে ১ম ও শাহানা ‘এ’ ইউনিটে ৭৬তম হয়ে ভর্তির সুযোগ পেয়েছেন। 

জানা গেছে, টাঙ্গাইল সখীপুর উপজেলার ৩নং ওয়ার্ডের মিলপাড় এলাকায় বেড়ে ওঠা জমজ বোন সামিয়া জাহান আফসানা ও সাদিয়া জাহান শাহানা।  শিক্ষক দম্পতি বাবা মো. আল-আমীন ও আফিয়া আক্তারের ঘর আলো করে ২০০৬ সালের জন্ম নেয় তারা।

সখীপুর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়ে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন দুই বোন। পরবর্তীতে কুমুদিনী সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ -৫ পেয়ে উত্তীর্ণ হন তারা। 

সাফল্যের বিষয়ে জানতে চাইলে সামিয়া জাহান আফসানা বলেন, আমরা ছোটবেলা থেকেই প্রায় একই রকমভাবে বড় হয়েছি। আমাদের দুজনেরই স্বপ্ন চিকিৎসক হওয়া। এমবিবিএস ভর্তি পরীক্ষায় আমরা ওয়েটিং আছি দেখা যাক কি হয়। আপনারা আমাদের জন্য দোয়া করবেন।

এ বিষয়ে তাদের বাবা আল আমীন মিয়া বলেন, সন্তানের সাফল্য সবসময় বাবাকে আনন্দে উদ্বেলিত করে। আমার যমজ দুই মেয়ে স্কুল, কলেজের পর এবার একই বিশ্ববিদ্যালয়ের চান্স পেয়েছে। এতেই আমি ভীষণ খুশি হয়েছি। তবে তাদের স্বপ্ন চিকিৎসক হওয়া। মেডিকেল ভর্তি পরীক্ষায় তারা ওয়েটিংয়ে আছে। আপনারা সবাই আমার সন্তানের জন্য দোয়া করবেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence