টেক্সটাইল বিশ্ববিদ্যালয় থেকে এলানের টেসলা জয়

বুটেক্সের ৩১তম ব্যাচের শিক্ষার্থী এলান কবির
বুটেক্সের ৩১তম ব্যাচের শিক্ষার্থী এলান কবির  © সংগৃহীত

গুগল, ফেসবুক, মাইক্রোসফট, টেসলার মতো বিশ্বখ্যাত প্রতিষ্ঠানে এক সময় ক্যারিয়ার গড়া অকল্পনীয় ছিল বাংলাদেশিদের কাছে। তবে এখন অনেকে এসব প্রতিষ্ঠানে জায়গা করে নিচ্ছেন। প্রতি বছর অসংখ্য বাংলাদেশি নিজের যোগ্যতার পরিচয় দিয়ে এসব প্রতিষ্ঠানে যোগ দিয়ে সফল হচ্ছেন। তেমনই একজন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ৩১তম ব্যাচের শিক্ষার্থী এলান কবির।

বিশ্ববিখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার এরিয়া ম্যানেজার হিসেবে যোগদান করেছেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে আসা এলান। তিনি জানিয়েছেন, তার এ যাত্রা ছিল স্বপ্ন পরিবর্তন, কঠোর পরিশ্রম এবং নিজের সামর্থ্যের সঠিক ব্যবহারের এক চমৎকার উদাহরণ।

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় থেকে ২০০৯ সালে ডিগ্রি নিয়ে এলান দীর্ঘদিন টেক্সটাইল খাতে কাজ করেন। তবে নিজের অবস্থান নিয়ে প্রশ্ন করে এবং নতুন কিছু করার তাগিদ থেকেই তিনি ক্যারিয়ারে পরিবর্তন আনেন।

২০১৭ সালে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ শেষ করার পর এলান উচ্চশিক্ষার লক্ষ্যে সুইডেনে যান। তিনি হেল্মস্টাড বিশ্ববিদ্যালয়ে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেন। এ সময়েই তার পেশাদারিত্বের দক্ষতা বৃদ্ধি করতে যুক্তরাষ্ট্রের আইএসসিইএ এবং পিএমআই থেকে সাপ্লাই চেইন ও প্রজেক্ট ম্যানেজমেন্টের ওপর লাইসেন্স অর্জন করেন।

সুইডেনে সাত বছরের পেশাগত জীবনে একটি বিশ্বখ্যাত জিম ইকুইপমেন্ট কোম্পানিতে কাজ করেন তিনি, সেখানে চারবার প্রমোশন পান। এরপরও তার মনে হয়, নতুন ইন্ডাস্ট্রিতে অভিজ্ঞতা অর্জন করতে হবে। সেই লক্ষ্য নিয়েই তিনি টেসলার মতো জায়ান্ট কোম্পানিতে যোগ দেন।

আরো পড়ুন: ঢাবি আইবিএ’র ভর্তি পরীক্ষায় প্রথম হলেন আরবি বিভাগের চেয়ার‌ম্যানের ছেলে

টেসলাতে যোগদানের ধাপ ও অভিজ্ঞতা:
টেসলার প্যানেল ইন্টারভিউ ও নির্বাচনী প্রক্রিয়া ছিল অত্যন্ত চ্যালেঞ্জিং। যেহেতু এটি লিডারশিপ পজিশন ছিল, তাই ইন্টারভিউ বোর্ডে তার স্ট্র্যাটেজি তৈরি, টিম লিডারশিপ দক্ষতা এবং বিভিন্ন পরিস্থিতিতে সমাধান দেওয়ার সক্ষমতা প্রমাণ করতে হয়েছে। টেসলা শুধু ইঞ্জিনিয়ারিং দক্ষতাকেই গুরুত্ব দেয় না, বরং বিভিন্ন পেশার দক্ষ কর্মীদের একত্রিত করে সেরা আউটপুট দেয়।

উচ্চশিক্ষা এবং ক্যারিয়ারের পরামর্শ:
এলানের মতে, উচ্চশিক্ষার জন্য প্রয়োজন সঠিক প্রস্তুতি, পেশাগত অভিজ্ঞতা এবং নিজস্ব অর্থনৈতিক স্বাবলম্বিতা। তার ভাষায়, ‘দেশে চাকরি করুন, টাকা জমান এবং নিজের টাকায় বিদেশে পড়তে আসুন।’ তিনি মনে করেন, উচ্চশিক্ষা একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। সঠিক পরিকল্পনা ও ধারাবাহিক প্রচেষ্টা থাকলেই সফল হওয়া সম্ভব।

ভবিষ্যৎ পরিকল্পনা:
বিদেশে থেকেও এলান দেশের তরুণ প্রজন্মের জন্য কাজ করতে চান। স্কিল ডেভেলপমেন্ট নিয়ে তিনি সব সময় সোশ্যাল নেটওয়ার্কে সচেতনতা তৈরি করেন। তার মতে, ‘বাংলাদেশের তরুণ প্রজন্মের মধ্যে নতুন লিডার তৈরির সময় এখনই।’


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence