শিবির সম্পৃক্ততার অভিযোগে উপজেলা ছাত্রলীগের কমিটি স্থগিত

০১ মে ২০২২, ০৬:০৬ PM
সদ্য ঘোষিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক

সদ্য ঘোষিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক © সংগৃহীত

সাতক্ষীরা সদর উপজেলা ছাত্রলীগের সদ্য ঘোষিত কমিটির সভাপতি রাজিব ইমরান ও সাধারণ সম্পাদক হাসানুজ্জামানের বিরুদ্ধে শিবির সম্পৃক্ততাসহ নানা অভিযোগ উঠেছে। ফলে নতুন এ কমিটির সব ধরনের কার্যক্রম স্থগিত করা হয়েছে। 

আজ রবিবার সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বিতর্কিত এই কমিটির কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত ঘোষণা করেন। এই সংক্রান্ত একটি সংবাদ বিজ্ঞপ্তি জেলা ছাত্রলীগের পক্ষ থেকে সংবাদমাধ্যমে পাঠানো হয়েছে। 

সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি এস এম আশিকুর রহমান জানান, গত ২৮ এপ্রিল সাতক্ষীরা সদর উপজেলা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়। এই খবর প্রকাশ পাওয়ার পর নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা অভিযোগ উঠে। অভিযোগের বিষয়গুলো তদন্ত করে দেখা হচ্ছে। তাই কমিটির সব ধরনের কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে বলে সিদ্ধান্ত হয়েছে। 

জানা গেছে, গত বৃহস্পতিবার সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক পত্রে সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি পদে রাজিব ও সাধারণ সম্পাদক পদে হাসানুজ্জামানের নাম ঘোষণা করা হয়। পরের দিন বিষয়টি জানাজানি হলে তাদের বিরুদ্ধে নানা অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেতে থাকে। 

ছাত্রলীগেরই বেশ কিছু নেতাকর্মীর অভিযোগ, এই কমিটির অনুমোদনের পেছনে ১৭ লাখ টাকার লেনদেন হয়েছে। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমন হোসেন মোটা অংকের টাকার বিনিময়ে এই কমিটি দিয়েছেন বলে তাদের অভিযোগ। এ ছাড়া ঘোষিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক দুজনের বিরুদ্ধেই শিবির সম্পৃক্ততা রয়েছে। অভিযোগ ওঠার পর আলোচনায় এসেছে রাজিব ইমরানের ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলের  আগের কিছু কার্যক্রম।

তার ২০১৩ সালের ৩০ ডিসেম্বরের একটি পোস্টও ছড়িয়ে পড়েছে। যেখানে রাজিব দা হাতে একটি শিশুর ছবি পোস্ট করেছেন, সেখানে লেখা আছে, ‘আমি লেংটা মনির, নৌকায় ভোট চাইতে আইলে ঠ্যাং কাইট্টা রাইখা দিমু।’ 

ওই প্রোফাইলে ২০১৪ সালের ৪ জানুয়ারি শেয়ার করা আরেকটি ছবিতে দেখা যায়, ২০১৪ সালের ১০ম জাতীয় সংসদ নির্বাচন নিয়ে লেখা আছে, ‘হালার-পো হালা, আজ তোর একদিন, কি আমার একদিন! ভোট না দিয়ে যাবি কৈ?’ 

এছাড়া ২০১৮ সালের ৬ আগস্ট একটি স্ট্যাটাসে লিখেছেন, ‘কাদের সাহেব, ‘যারা হেলমেট পড়ে বা মুখ ঢেকে ছাত্রদের মারধর করে এবং লাঠি, চাপাতি নিয়ে পুলিশের সাথে ঘুড়ে বেড়ায় তাদেরকে কি বিএনপি জামাত শিবির বলে, আপনার চাইতে মখা ভাল ছিলো।’

তাছাড়া কমিটির সাধারণ সম্পাদকের বিরুদ্ধেও রয়েছে শিবির সম্পৃক্ততাসহ নানা অভিযোগ। 

নতুন অ্যাকাউন্ট ছাড়াই বদলাবে জিমেইলের নাম
  • ১২ জানুয়ারি ২০২৬
চার্জশিট গ্রহনের বিষয়ে শুনানি বৃহস্পতিবার, তিন আইনজীবী নিয়োগ
  • ১২ জানুয়ারি ২০২৬
ওয়ালটন নিয়োগ দেবে রিজিওনাল সেলস ম্যানেজার, আবেদন শেষ ১৬ জা…
  • ১২ জানুয়ারি ২০২৬
টেকনাফ সীমান্তে মাইন বিস্ফোরণে যুবক আহত
  • ১২ জানুয়ারি ২০২৬
প্রশ্নফাঁস অভিযোগের সত্যতা পেলে প্রাথমিক নিয়োগ পরীক্ষা বাতি…
  • ১২ জানুয়ারি ২০২৬
এক মাসে রংপুর রিজিয়নে সাড়ে ৭ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ
  • ১২ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9