শিক্ষা সফরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারা

ছাত্রলীগের নেতারা
ছাত্রলীগের নেতারা  © সংগৃহীত

শিক্ষা সফরে চাঁদপুর যাচ্ছেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির নেতারা। আজ সোমবার (২৮ মার্চ) সকালে কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের নেতৃত্বে রওনা করেন নেতারা। এই সফরে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে সুবিধা বঞ্চিত পথশিশুদের জন্য প্রতিষ্ঠিত শেখ রাসেল পাঠাশালার চাঁদপুর কেন্দ্রে শিক্ষা উপকরণ বিতরণ করবেন তারা।

কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাদ বিন কাদের চৌধুরী বলেন, শিক্ষা সফর ও শিক্ষা সামগ্রী বিতরণ করতে আমরা কেন্দ্রীয় কমিটি চাঁদপুর যাচ্ছি। অনুষ্ঠান শেষে আজই ঢাকায় ফিরবো।

আরও পড়ুন- উঠতে পারে বেসরকারি মেডিকেল কলেজ ও বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় বিল

এ বিষয়ে কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ছাত্রলীগ সুবিধা বঞ্চিত শিশুদের জন্য শেখ রাসেল পাঠশালা নামে একটি স্কুল চালু করতে যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে পাঠশালার কার্যক্রম কেন্দ্রীয়ভাবে পরিচালিত হবে। আর সারাদেশে শাখা ছাত্রলীগ এই কর্মসূচি বাস্তবায়ন করবে।

তিনি আরও বলেন, চাঁদপুরে আজ থেকে পাঠাশালার কার্যক্রম শুরু হতে যাচ্ছে। সেজন্য ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি সেখানে যাচ্ছে। পথশিশুদের জন্য ছাত্রলীগের পক্ষ থেকে নানা আয়োজন রয়েছে। শিক্ষা উপকরণ বিতরণের পাশাপাশি তাদের মাঝে খাবারও বিতরণ করা হবে।


সর্বশেষ সংবাদ