হল কমিটিতে পদ বঞ্চিতদের যে সুখবর দিলেন লেখক

লেখক ভট্টাচার্য
লেখক ভট্টাচার্য  © ফাইল ছবি

পাঁচ বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের হল সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ জানুয়ারি) সকাল ১১টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) মাঠে এ সম্মেলন শুরু হয়। সম্মেলনের উদ্ভোধন ঘোষণা করেন শাখা ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস।

হল সম্মেলনে ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বিশেষ অতিথির বক্তব্যে বলেন, আপনারাই ভবিষ্যতের রাজনীতিবিদ। আপনারাই আগামীতে ছাত্রলীগকে নেতৃত্ব দেবেন। তবে সম্মেলন আসলে যেমন নতুন নেতৃত্ব হয়, একইসাথে অনেকের মনঃক্ষুণ্ন হয়। যারা হল কমিটিতে পদ পাবেন না, তাদেরকে কেন্দ্রীয় কমিটিতে পদায়ন করা হবে।

আরও পড়ুন: বঙ্গবন্ধুকে পাকিস্তানের কারাগার থেকে মুক্ত করেছে ছাত্রলীগ

ছাত্রলীগের পতাকাতলে থেকে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের করতে নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহ্বান লেখক ভট্টাচার্য।

তিনি বলেন, যারা লবিস্ট নিয়োগ করে এদেশকে তলানীতে নিতে চায়, উন্নয়নের ধারাবাহিকতা নষ্ট করতে চায়, তারা ১৯৭১ সালেও এদেশের বিরোধিতা করেছে। তাদেরকে রুখতে হবে। মুক্তিযুদ্ধের বাংলাদেশে কোনো অপশক্তির স্থান নেই।

আরও পড়ুন: ঢাবি ছাত্রলীগের হল কমিটিতে আলোচনায় যারা

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও অসুস্থতার কারণে উপস্থিত থাকতে পারেননি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তবে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, প্রেসিডিয়াম সদস্য আবদুর রহমানসহ প্রমুখ।

আরও পড়ুন: ‘বিদেশ থেকে কেউ এদেশে এসে দেখবে বাংলাদেশ এখন সিঙ্গাপুরের মতো’

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন। অনুষ্ঠানে সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এবং বিশ্ববিদ্যালয়ের ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ হল ছাত্রলীগের সভাপতি বরিকুল ইসলাম বাঁধন সভাপতিত্ব করছেন।


সর্বশেষ সংবাদ