হাবিপ্রবি ছাত্রলীগের শীর্ষ দুই পদে প্রার্থী ২৮৯ জন

হাবিপ্রবি ক্যাম্পাস ছাত্রলীগ লোগো
হাবিপ্রবি ক্যাম্পাস ছাত্রলীগ লোগো  © ফাইল ফটো

বাংলাদেশ ছাত্রলীগের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) শাখায় সভাপতি ও সাধারণ সম্পাদক পদে জীবনবৃত্তান্ত (সিভি) জমা দিয়েছেন ২৮৯ জন প্রার্থী। সোমবার (১৩ ডিসেম্বর) হাবিপ্রবির শেখ রাসেল হল মাঠে সন্ধ্যা ৬টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত সিভি জমা দেন পদপ্রত্যাশীরা।

এদিকে, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের আগমণ উপলক্ষ্যে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান মুখরিত ক্যাম্পাসে ফুলের মালা দিয়ে কেন্দ্রীয় নেতাদের বরণ করে নেয় হাবিপ্রবি শাখা ছাত্রলীগের কর্মীবৃন্দ।

আরও পড়ুন: হাবিপ্রবি ছাত্রলীগের কমিটি বিলুপ্ত

কেন্দ্রীয় নেতৃবৃন্দদের মধ্যে হাবিপ্রবিতে আসেন কেন্দ্রীয় কমিটির গণশিক্ষা সম্পাদক আব্দুল্লাহ হীল বারী ও উপ-ক্রীড়া সম্পাদক মেহেদী হাসান।

উপ-ক্রীড়া সম্পাদক মেহেদী হাসান জানান, সুন্দর ও সুষ্ঠুভাবে আমরা সকলের জীবনবৃত্তান্ত সংগ্রহ করেছি। উৎসবমুখর পরিবেশে প্রার্থীরা নিজ নিজ সিভি জমা দিয়েছেন। আমরা একটি নির্দিষ্ট লক্ষ্যকে কেন্দ্র করে হাবিপ্রবিতে এসেছি। আশা করি দ্রুত সময়ের মাঝে কেন্দ্রীয় নেতাদের সাথে সমন্বয় করে হাবিপ্রবিতে ছাত্রলীগের কমিটি দেওয়া সম্ভব হবে।

আরও পড়ুন: ১ বছর মেয়াদি কমিটিতে হাবিপ্রবি ছাত্রলীগের ৯ বছর

কেন্দ্রীয় কমিটির গণশিক্ষা সম্পাদক আব্দুল্লাহ হীল বারী বলেন, হাবিপ্রবিতে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী প্রার্থী হিসাবে মেয়ে ১০ জনের মতো সিভি জমা দিয়েছেন বাকি প্রায় ২৭৯ জন ছিলো ছেলে প্রার্থী। অতীতে কি হয়েছে হাবিপ্রবিতে না হয়েছে সেদিকে লক্ষ্য না রেখে আমরা সামনের দিনে একটি সুন্দর কমিটি উপহার দিতে চাই যাতে করে বঙ্গবন্ধুর আর্দশকে ধারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে তারা কাজ করে।

আরও পড়ুন: বিশ্বসেরাদের তালিকায় হাবিপ্রবির ১৪ গবেষক

উল্লেখ্য, গত ২৭ নভেম্বর হাবিপ্রবি ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করে বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence