নিরাপদ সড়কের দাবিতে ছাত্র ইউনিয়নের সমাবেশ

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সমাবেশ
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সমাবেশ  © টিডিসি ফটো

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে নগরীর সাগরিকা অলংকার মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সেখান থেকে পরে একটি মিছিল নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সংগঠনটির নেতাকর্মীরা। শনিবার (৫ জুন) নিরাপদ সড়কের দাবিতে জেলা শাখার উদ্যোগে এসব কর্মসূচি পালিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, গত বৃহস্পতিবার নগরীর সাগরিকা এলাকায় এক ব্যক্তি সড়ক দুর্ঘটনায় মারা যান। বাংলাদেশে দিন দিন সড়ক দূর্ঘটনা বেড়ে চলেছে। দেশে মোট দুর্ঘটনার প্রায় ৪০ শতাংশই সড়ক দূর্ঘটনা।

দুর্ঘটনার কিছু কারণ উল্লেখ করে বক্তারা বলেন, ফিটনেসবিহীন গাড়ি, অদক্ষ ড্রাইভার, গুরুত্বপূর্ণ সড়ক পারাপারে ফুটওভার ব্রিজ না থাকা, ঝুঁকিপূর্ণ সড়কে স্পিড ব্রেকার এর অভাব, অবৈধভাবে ফুটপাত দখলের কারণে সড়ক দুর্ঘটনা দিনদিন বাড়ছে। যার ফলে মানুষ স্বাভাবিক মৃত্যু নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছে।

সরকারের উদ্দেশ্যে বক্তারা বলেন, অতিদ্রুত গুরুত্বপূর্ণ সড়ক পারাপারে ফুটওভার ব্রিজের ব্যবস্থা করা, ট্রাফিক আইনকে দূর্নীতিমুক্ত করা, নির্দিষ্ট মেয়াদ অন্তর অন্তর যানবাহনগুলোর বডি ফিটনেস পরীক্ষা করা, সুশিক্ষিত এবং উপযুক্ত প্রশিক্ষণের ভিত্তিতে পরিবহন চালকদের অনুমোদন দিতে হবে।

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক ইমরান চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম জেলার স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক অয়ন সেনগুপ্ত, পাহাড়তলী থানার সভাপতি ডেনি বিশ্বাস, সাংগাঠনিক সম্পাদক দূর্বার দেবনাথ প্রমুখ।


সর্বশেষ সংবাদ