মমিনুর রশিদ শুভ © সংগৃহীত ও সম্পাদিত
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন স্থগিত চেয়ে রিট করা ভিপি প্রার্থী মমিনুর রশিদ শুভকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। আজ সোমবার (১৯ জানুয়ারি) উচ্চ আদালতের স্থগিতাদেশের পর এমন ঘোষণা দিয়েছেন তারা। একইসঙ্গে সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করে রেখেছেন শিক্ষার্থীরা।
অবরোধ করা শিক্ষার্থীরা বলেন, শাকসু আমাদের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল। কিন্তু স্বতন্ত্র ভিপি প্রার্থী বিশেষ একটি দলের প্ররোচনায় হাইকোর্টে রিট করে শিক্ষার্থীদের অধিকার হরণ করেছে। তাই আমরা তাকে শাবিপ্রবিতে অবাঞ্ছিত ঘোষণা করছি।
এদিকে ইতোমধ্যে নির্বাচন উপলক্ষে করা ‘সোচ্চার: টর্চার ওয়াচডগ বাংলাদেশ’-এর করা একটি জরিপে দেখা গেছে, শাকসু নির্বাচনে ২.১ শতাংশ ভোট পেতে চলেছিলেন মমিনুর রশিদ শুভ।
এর আগে দুপুরে চার সপ্তাহের জন্য শাকসু নির্বাচনের ওপর স্থগিতাদেশ দেন উচ্চ আদালতের বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসানের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ব্যারিস্টার রাশনা ইমাম, ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ। আর বিশ্ববিদ্যালয়ের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসাইন লিপু। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।