শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে বিক্ষোভ করছে ছাত্রশিবির © টিডিসি সম্পাদিত
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন স্থগিত করেছেন হাইকোর্ট। শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে বিক্ষোভ করছে ঢাকা মহানগর ছাত্রশিবির। আজ সোমাবার (১৯ জানুয়ারি) বিকাল পৌনে ৪টায় কেন্দ্রীয শহীদ মিনার থেকে মিছিলটি শুরু হয়। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা হয়ে শাহবাগ মোড়ে এসে শেষ হওয়ার কথা রয়েছে।
মিছিলে উপস্থিত রয়েছেন শিবিরের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক মুতাসিম বিল্লাহ শাহীদি, কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ, ডাকসু ভিপি সাদিক কায়েমসহ প্রমুখ।
এরআগে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন স্থগিত করে হাইকোর্ট। আগামীকাল ২০ জানুয়ারি শাকসু নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ব্যারিস্টার রাশনা ইমাম, ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ।
আর বিশ্ববিদ্যালয়ের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসাইন লিপু। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক। ব্যারিস্টার রাশনা ইমাম বলেন, নির্বাচন কমিশন শাকসু নির্বাচনের যে অনুমোদন দিয়েছিলেন; তা চার সপ্তাহের জন্য হাইকোর্ট স্থগিত করেছেন। এর ফলে আগামীকাল শাকসু নির্বাচন হবে না। চার সপ্তাহ পর যে কোনো দিন শাকসু নির্বাচন হতে পারে।