নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের নতুন কমিটি গঠন

৩১ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৫ PM
আব্দুল্লাহ রিমন ও মো. রাসেল মিয়া

আব্দুল্লাহ রিমন ও মো. রাসেল মিয়া © সংগৃহীত

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ রিমনকে সভাপতি ও পপুলেশন সায়েন্স বিভাগের শিক্ষার্থী মো. রাসেল মিয়াকে সেক্রেটারি হিসেবে মনোনীত করে করা হয়েছে।

বুধবার (৩১ ডিসেম্বর) আগামী এক বছরের জন্য এই কমিটি অনুমোদন দিয়ে প্রকাশ করা হয়।

এ সময় কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন সম্পাদক শরীফ মাহমুদের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রশিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক ইউসুফ ইসলাহী, মোমেনশাহী মহানগর এবং বাকৃবি শাখার দায়িত্বশীলরা।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ‘২০২৬ সেশনের জন্য শাখা সভাপতি নির্বাচন উপলক্ষে সমাবেশে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সর্বাধিক ভোটপ্রাপ্ত আব্দুল্লাহ রিমনকে সভাপতি ও রাসেল মিয়াকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করেন এবং নবনির্বাচিত সভাপতিকে শপথবাক্য পাঠ করান।’

নবগঠিত কমিটির বিষয়ে নবনির্বাচিত ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মো. রাসেল মিয়ার কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির প্রতিবছরেই বার্ষিক কার্যক্রম পরিচালনার জন্য দায়িত্বশীল নির্বাচন করে থাকে। প্রচলিত রাজনৈতিক চর্চার বাইরে গিয়ে আমরা এই দায়িত্বকে আমানত হিসেবে গ্রহণ করে থাকি। আমার ওপর অর্পিত আমানতের হক সঠিক ভাবে যাতে আদায় করতে পারি সে জন্য সবার কাছে দোয়া প্রার্থী।’

এ ছাড়া পূর্ণাঙ্গ কমিটির বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘সাংগাঠনিক নিয়মানুযায়ী খুব শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।’

নবগঠিত কমিটির সভাপতি আব্দুল্লাহ রিমন সবার কাছে দোয়া প্রত্যাশা করে বলেন, ‘ছাত্রশিবির শুধু ছাত্রশিবিরের জনশক্তিদের সংগঠন না। এটি এখন সব শিক্ষার্থীর প্রাণের সংগঠনে পরিণত হয়েছে তার ছাত্রকল্যাণমূলক কাজের মাধ্যমে। তাই ছাত্রদের কল্যাণে ছাত্রশিবিরের যে দায়িত্ব আমার ওপর অর্পিত হয়েছে আল্লাহ তায়ালা এ দায়িত্ব আমাকে যথাযথভাবে পালনের তৌফিক দেন সেজন্য সবার কাছে দোয়া প্রত্যাশী।’

বিএনপিতে যোগ দিলেন পাঁচ শতাধিক সনাতনী ধর্মাবলম্বী
  • ২৭ জানুয়ারি ২০২৬
রংপুর মহানগর যুবদলের শীর্ষ তিন নেতাকে শোকজ
  • ২৭ জানুয়ারি ২০২৬
তাহাজ্জুদের পর ভোটকেন্দ্র দখল-সীল মারার পরিকল্পনা করছে একটি…
  • ২৭ জানুয়ারি ২০২৬
গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ…
  • ২৭ জানুয়ারি ২০২৬
বাংলাদেশী সাংবাদিকদের এক্রিডিটেশন দেয়নি আইসিসি
  • ২৭ জানুয়ারি ২০২৬
ঢাবিতে নৈতিক ও মানবিক মূল্যবোধ বিষয়ক কোর্স চালুর ব্যাপারে ম…
  • ২৬ জানুয়ারি ২০২৬