হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় তাৎক্ষণিক বিক্ষোভ জবি শিবিরের

জবি ছাত্রশিবিরের নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল
জবি ছাত্রশিবিরের নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল  © টিডিসি

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা  ছাত্রশিবির। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও বিক্ষোভে অংশ নেয়। জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগরে ঘটে যাওয়া এ হামলায় হাদির অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

আজ শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ক্যাম্পাসের মূল ফটক থেকে এ বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি তাঁতীবাজার মোড় প্রদক্ষিণ করে বিশ্বজিৎ চত্বরে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষার্থীরা ওসমান হাদির ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি করেন।

এ সময় শিক্ষার্থীরা ‘জ্বালো রে জালো আগুন জ্বালো’, ‘হাদির ওপর হামলা কেন, প্রশাসন জবাব চাই’, ‘সন্ত্রাসীকে আস্তানা ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’, ‘আমার ভাই হাসপাতালে ইন্টেরিম কী করে’ স্লোগান দিতে থাকে।

জকসুর শিবির সমর্থিত প্যানেলের এজিএস পদপ্রার্থী ও পদার্থবিদ্যা বিভাগের শিক্ষার্থী মাসুদ রানা বলেন, ‘ওসমান হাদির ওপর এ হামলা শুধু জুলাই অভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা হাদির ওপর হামলা নয় এ হামলা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর হামলা। ৫ আগস্টের গণঅভ্যুত্থানে হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে গুপ্ত হামলা শুরু হয়েছে। আমরা ইন্টেরি সরকারকে দ্রুত এই হত্যার বিচার নিশ্চিতের দাবি জানাই।’

পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের শিক্ষার্থী ফাতেমা আক্তার অওরিন বলেন, ‘চব্বিশের জুলাই আন্দোলনের পর আমরা চেয়েছিলাম স্বাধীনভাবে বাচতে। এত রক্তের বিনিময়ে পাওয়া এ স্বাধীনতা অর্জনের পরে আমরা যখন দিনে-দুপুরে একজন মানুষের ওপর এমন নৃশংস হামলা দেখি, তখন সত্যিই সেটি উদ্বেগের। আমরা ওসমান হাদীর ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করা বিচার দাবি করছি।’

জবি শিবিরের সাধারণ সম্পাদক আব্দুল আলিম আরিফ বলেন, ‘ওসমান হাদির ওপর এই অতর্কিত হামলার তীব নিন্দা ও প্রতিবাদ জানাই। স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে বলিষ্ঠ কন্ঠস্বর ওসমান হাদীর ওপর হামলাকারীদের দ্রুত বিচার দাবি করছি।’

জবি শিবিরের সভাপতি রিয়াজুল ইসলাম বলেন, ‘ওসমান হাদির ওপর হামলা অবশ্যই পূর্বপরিকল্পিত হামলা। এ হামলার দায় অবশ্যই ইন্টেরিম সরকারকে নিতে হবে। সরকার এখনো ফ্যাসিবাদীদের কারো বিচারই এখনো কার্যকর করতে পারেনি। ওসমান হাদির ওপর হামলাকারীদের শুধু বিচার করলেই হবেনা ভবিষ্যতে এধরণের সন্ত্রাসী কার্যক্রমকে রুখে দিতে হবে।’

উল্লেখ্য আজ শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগরে বক্স কালভার্ট রোডে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি গুলিবিদ্ধ হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence