জবি ভর্তি পরীক্ষার একটি ইউনিটের প্রবেশপত্র প্রকাশ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৭ AM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার অংশ হিসেবে একটি ইউনিটের প্রবেশপত্র প্রকাশ করা হয়েছে। আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে শিক্ষার্থীরা ‘ই’ ইউনিটের প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন বলে ওয়েবসাইটে জানানো হয়েছে। ১৩ ডিসেম্বর এই ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
জবির ভর্তির পরীক্ষার আবেদন শেষ হয়েছে। এবার ২ হাজার ৮১৫টি আসনের বিপরীতে ১ লাখ ৯৯ হাজার ৯৫৪ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী আবেদন করেছেন। প্রতি আসনের বিপরীতে ৭১ জন শিক্ষার্থী লড়াই করবেন। গত শনিবার (৬ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক শেখ মো. গিয়াসউদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, গত ২০ নভেম্বর দুপুর ১২টা থেকে শুরু হয়ে ৫ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের (https://admission.jnu.ac.bd) মাধ্যমে অনলাইনে আবেদনে আবেদন করার সুযোগ পেয়েছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। এবার চারুকলা অনুষদভুক্ত ‘ই’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে ভর্তি পরীক্ষা।
আগামী ১৩ ডিসেম্বর বেলা ৩টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২৬ ডিসেম্বর বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা হবে আগামী ২৭ ডিসেম্বর বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।
আরও পড়ুন: প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নিয়ে ৭ সিদ্ধান্ত জানাল শিক্ষা মন্ত্রণালয়
সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের পরীক্ষা আগামী ৯ জানুয়ারি বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। কলা ও আইন অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের পরীক্ষা আগামী ৩০ জানুয়ারি বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব তত্ত্বাবধানে বহুনির্বাচনি (এমসিকিউ) পদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে।
আসন বিন্যাস যথাসময়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। মোট ১০০ নম্বর বিবেচনায় মেধা তালিকা প্রস্তুত করা হবে। নির্ধারিত ছকে তিনটি বিষয়ে বহুনির্বাচনি পরীক্ষা হবে। ইউনিটি এ, বি, সি ও ডি-এর সময় হবে ১ ঘণ্টা। ইউনিট ‘ই’ এর পরীক্ষার সময় হবে ১ ঘণ্টা ৩০ মিনিট।