ছাত্রদলের সংঘর্ষে তেজগাঁও কলেজ শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় শাস্তির দাবি বৈষম্যবিরোধীদের

১১ ডিসেম্বর ২০২৫, ০২:০৯ AM
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন © ফাইল ফটো

ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে তেজগাঁও কলেজের শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘটনায় জড়িত অপরাধীদের গ্রেপ্তার করে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানায়। বুধবার (১১ ডিসেম্বর) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য এহসানুল করিম তানজিল কর্তৃক প্ররিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ৬ ডিসেম্বর ২০২৫, রাজধানীর তেজগাঁও কলেজের ছাত্রাবাসে দুই গ্রুপের সংঘর্ষে গুরুতর আহত উচ্চমাধ্যমিকের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা গতকাল ১০ ডিসেম্বর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশের পাশাপাশি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে এবং নিহত শিক্ষার্থীর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।

গণমাধ্যমসূত্রে জানা যায় যে, ৬ ডিসেম্বর রাতে ছাত্রাবাসে মাদক সেবনকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এবং মুহূর্তের মধ্যে তা হাতাহাতি থেকে ধারালো অস্ত্রের ব্যবহারে রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। এতে রানা ছাড়াও আরও দুই শিক্ষার্থী গুরুতর আহত হন। এ ছাড়া এই ঘটনায় ছাত্রদলের সম্পৃক্ত থাকার অভিযোগও গণমাধ্যমসূত্রে আমরা জানতে পেরেছি। জুলাই অভ্যুত্থানোত্তর সময়ে ক্যাম্পাসগুলোতে এ ধরনের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক ও গভীর শঙ্কার। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি অবিলম্বে উক্ত ঘটনায় জড়িত অপরাধীদের গ্রেপ্তার করে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানাচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, শিক্ষাঙ্গণে মাদক সেবন, দখলবাজি ও দলীয় প্রভাব বিস্তার ছিল ফ্যাসিবাদী আওয়ামী আমলের নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের চর্চার অংশ। অভ্যুত্থানোত্তর নতুন বাংলাদেশে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি সেই ভয়ংকর অতীতকেই স্মরণ করিয়ে দিচ্ছে। জুলাই অভ্যুত্থানের অন্যতম আকাঙ্ক্ষা ছিল শিক্ষার্থীদের জন্য সন্ত্রাস, চাঁদাবাজ ও দলীয় প্রভাবমুক্ত নিরাপদ ক্যাম্পাস। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মনে করে, সেই আকাঙ্ক্ষিত নিরাপদ ক্যাম্পাস নির্মাণে যেমন প্রশাসনকে আন্তরিক ও কঠোর ভূমিকা পালন করতে হবে, তেমনি শিক্ষার্থীদেরও মাদকবিরোধী অবস্থান, সংঘাত এড়িয়ে চলা এবং শান্তিপূর্ণ ও দায়িত্বশীল আচরণে আরও সোচ্চার হতে হবে।

দেশের প্রত্যেক সেক্টরে নারীরা কাজ করবেন : জামায়াত আমির
  • ২৩ জানুয়ারি ২০২৬
দেশের কোনো জেলায় মেডিকেল কলেজবিহীন থাকবে না : জামায়াত আমির
  • ২৩ জানুয়ারি ২০২৬
সাবেক উপদেষ্টা মাহফুজের ভাই শাপলা কলি, ধানের শীষে গণসংযোগে …
  • ২৩ জানুয়ারি ২০২৬
ধানের শীষ জয়ী হলে দেশে গণতন্ত্র জয়ী হয় : মঈন খান
  • ২৩ জানুয়ারি ২০২৬
সরস্বতী পূজায় ৪০ মন্ডপে জবি ছাত্রদলের উপহার প্রদান
  • ২৩ জানুয়ারি ২০২৬
ঢাবির বি ও সি ইউনিটে শততম নুহা—জাবি ও শাবিতে পজিশন ৫০-এর নি…
  • ২৩ জানুয়ারি ২০২৬