শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তির দাবিতে ছাত্রশক্তির মশাল মিছিল

১৬ নভেম্বর ২০২৫, ০৯:২৩ PM
রাজু ভাস্কর্যের সামনে জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীরা

রাজু ভাস্কর্যের সামনে জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীরা © টিডিসি

গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তির দাবিতে মশাল মিছিল করেছে জাতীয় ছাত্রশক্তি। রবিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় শাহবাগ থেকে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য পর্যন্ত সংগঠনটির এ মিছিল বের করা হয়।

মিছিলে বিক্ষোভকারীরা ‘বিচার চাই, বিচার চাই, খুনি হাসিনার বিচার চাই’; ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’; ‘ইনকিলাব জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ’সহ নানা স্লোগান দেন।

বিক্ষোভ-মিছিল শেষে রাজু ভাস্কর্যের পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান। বক্তব্যে তিনি বলেন, ‘আমরা আজ এখানে দাঁড়িয়েছে গত ১৬ বছর বিএনপির নেতাকর্মী এবং জামায়াত-শিবিরের ওপর আওয়ামী লীগ যে নির্যাতন চালিয়েছে; তার বিচার চাইতে। আমরা এখানে দাঁড়িয়েছি জুলাইয়ের ১ হাজার ৫০০ শহীদের পরিবারের পক্ষে। আমরা শাহবাগ কায়েম করতে আসিনি আমরা বিচার চাইতে এসেছি।’

তিনি বলেন, ‘আমরা বিচার বিভাগের স্বাধীনতায় কোনো রকমের হস্তক্ষেপ করতে চাই না। তবে আমরা চাই, বিচার বিভাগ গত ১৬ বছরে যতগুলো শাহাদাতের ঘটনা ঘটেছে, যতগুলো গুলি চলেছে, যতগুলো মায়ের বুক খালি হয়েছে, সেসব ঘটনা স্মরণ করে কালকে রায় দেবেন।’

বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ তার অবস্থান হারিয়েছে উল্লেখ করে জাহিদ আহসান বলেন, ‘বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ একটি ডাইনোসর। আওয়ামী লীগ হারিয়ে গেছে, আওয়ামী লীগকে আর ফিরে পাওয়া যাবে না। ২০০ টাকায় টোকায় দিয়ে ভাড়া করে ককটেল মারলেই রাজনীতি হয় না। যারা দিল্লি চলে গেছে তারা আর কখনো ঢাকাতে আসবে না। বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের আর কোনো এন্ট্রি হবে না। দিল্লির রাজনীতির কবর গত ৫ আগস্ট হয়ে গেছে দিল্লির রাজনীতিকে নতুন করে বাংলাদেশে ফেরানো যাবে না।’

তিনি আরও বলেন, ‘শুধু জুলাই গণহত্যায় শেখ হাসিনা কর্তৃক ঘটিত একমাত্র গণহত্যা নয়। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের সবচেয়ে বেশি ক্ষতি করেছে।মুক্তিযুদ্ধের চেতনাকে সবচেয়ে বেশি ভুলন্ঠিত করেছে আওয়ামী লীগ।শুরু করেছে শেখ মুজিব কর্তৃক আর শেষ হয়েছে শেখ হাসিনা কর্তৃক।’

জাহিদ আহসান বলেন, ‘আমরা দেখেছি একাত্তরের পরে শেখ মুজিব বাংলাদেশের প্রথম স্বৈরাচার হিসেবে আবির্ভূত হয়। এরপরে বাংলাদেশের তখনকার রাজনীতিবীদদের ভুলের কারণে বাংলাদেশ আওয়ামী লীগ আরও একবার রাজনীতি করার সুযোগ পায়। এরপরে আমরা দেখেছি সুযোগ পাওয়ার ৩০ বছরের মাথায় ক্ষমতায় এসে গত ষোল বছরে হাজার হাজার মানুষের প্রাণ কেড়ে নিয়েছে।’

বক্তব্যের শেষে জাহিদ আহসান প্রত্যাশা ব্যক্ত করে বলেন, ‘বাংলাদেশের মানুষ শেখ হাসিনার বিচার দেখবে। কাল শহীদ আবু সাঈদের মা, মীর মুগ্ধের মা শেখ হাসিনার বিচার দেখে সন্তুষ্ট হব।’

নিয়োগের প্রজ্ঞাপন কেন দেওয়া হয়েছে ওসমান হাদির ভাইয়ের জানা ন…
  • ১৬ জানুয়ারি ২০২৬
রাবিতে ভর্তি পরীক্ষায় মোবাইলসহ আটক আরও তিন ভর্তিচ্ছু
  • ১৬ জানুয়ারি ২০২৬
এবার জিগাতলায় আবাসিক ভবনে আগুন
  • ১৬ জানুয়ারি ২০২৬
বিএনপির মুন্নির প্রার্থীতা স্থগিত
  • ১৬ জানুয়ারি ২০২৬
‘এনপিএ’ নামে নতুন বামপন্থী রাজনৈতিক প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ
  • ১৬ জানুয়ারি ২০২৬
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নাগরিক শোকসভা
  • ১৬ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9