নিরাপদ-দখলমুক্ত সড়কের দাবিতে ফার্মগেটে শিক্ষার্থীদের বিক্ষোভ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৫, ০২:২৯ PM
নিরাপদ ও দখলমুক্ত সড়কের দাবিতে রাজধানীর ফার্মগেটে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এতে রাজধানীর সরকারি বিজ্ঞান কলেজ ও সরকারি সাইন্স হাই স্কুলের শিক্ষার্থীরা অংশ নেয়।
রবিবার (১৯ অক্টোবর) দুপুরে ফার্মগেট মোড়ে প্রথমে মানববন্ধন ও পরে বিক্ষোভ মিছিল করেন তারা। এ সময় তারা ৫টি দাবি তুলে ধরেন।
শিক্ষার্থীরা বলেন, আমাদের স্কুল ও কলেজের সামনে অটোরিকশাগুলো জ্যাম তৈরি করে। গেটের সামনে রিকশাগুলো লাইন ধরে থাকে। এই এলাকায় স্কুল, কলেজ ও বেশ কয়েকটি কোচিং সেন্টার রয়েছে। প্রায় ২ হাজার শিক্ষার্থী এই রাস্তা দিয়ে পারাপার করতে হয়। অটোরিকশা একটার পর একটা থাকায় জ্যাম সৃষ্টি করে। রাস্তা পারাপারের সমস্যা হয়।
তারা আরও বলেন, রাস্তা যখন ফাঁকা থাকে, তখন তারা ৪০-৫০ কিলোমিটার গতিতে গাড়ি চালায়। অটোরিকশার যে ব্রেক, তা দিয়ে কন্ট্রোল করা সম্ভব না। অনেক সময় তারা শিক্ষার্থীর উপরে রিকশা তুলে দেয়। ঝুঁকি নিয়ে শিক্ষার্থীদের রাস্তা পার হতে হয়।
এই সমস্যা সমাধানে তারা ৫ দাবি তুলে ধরেন। তাদের দাবিগুলো হলো: শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সামনের সড়কে অবিলম্বে স্পিড ব্রেকার স্থাপন করতে হবে; পর্যাপ্ত ল্যাম্প পোস্ট লাগাতে হবে; লেন ডিভাইডার এবং ট্রাফিক আইল্যান্ড স্থাপন করতে হবে; এবং ফুটপাথ থেকে সব অবৈধ দোকান, অস্থায়ী স্থাপনা, পার্কিং স্থায়ীভাবে উচ্ছেদ করতে হবে।