২ মোটরসাইকেল চুরির দায়ে বহিষ্কার সেই কলেজ ছাত্রদল সভাপতি

দুই চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার ছাত্রদল নেতা
দুই চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার ছাত্রদল নেতা   © টিডিসি সম্পাদিত

রাজশাহীর বাঘা উপজেলায় দুটি মোটরসাইকেল চুরির অভিযোগে গ্রেপ্তার চারঘাট এম এ হাদী কলেজ ছাত্রদলের সভাপতি রোহান ইসলামকে (২৩) সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। আজ রবিবার (৫ অক্টোবর) জেলা ছাত্রদলের আহ্বায়ক এস. এম. সালাউদ্দিন আহমেদ শামীম সরকার ও সদস্য সচিব মো. আল-আমিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিৃজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী জেলা ছাত্রদলের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে চারঘাট আলহাজ এম এ হাদী কলেজ ছাত্রদলের সভাপতি মো. রোহানকে সাংগঠনিক সকল পদ থেকে বহিষ্কার করা হলো। রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক এস এম সালাউদ্দিন আহমেদ শামীম সরকার ও সদস্য সচিব আল আমিন এই সিদ্ধান্ত অনুমোদনের পাশাপাশি তার সাথে কোনরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা প্রদান করা হলো।

এর আগে শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সহযোগিতায় রাজশাহীর টি-বাঁধ এলাকা থেকে দুটি চোরাই মোটরসাইকেলসহ রোহান ইসলামকে (২৩) আটক করে বাঘা থানা পুলিশ। পরে শনিবার সকালে উদ্ধার করা মোটরসাইকেলের মালিকরা বাঘা ও চারঘাট থানায় পৃথক দুটি চুরির মামলা করলে ওই মামলাগুলোতে রোহানকে গ্রেপ্তার দেখানো হয়।

পুলিশ ও মোটরসাইকেল মালিকদের সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ৮টার দিকে বাঘা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে শাকিল হোসেন নামে এক ব্যক্তি তার নতুন আর-ওয়ান ফাইভ এস মোটরসাইকেলটি রেখে পাশের দোকানে চা খেতে যান। ওই সময় সেখানে রোহানও উপস্থিত ছিলেন। প্রায় ১৫ মিনিট পর ফিরে এসে শাকিল দেখেন তার মোটরসাইকেলটি নেই। পরে তিনি ও তার বাবা মোস্তাক সরকার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর জেলা গোয়েন্দা পুলিশের সহায়তায় মোটরসাইকেলের জিপিএস ট্র্যাকার ব্যবহার করে রাজশাহী শহরের টি-বাঁধ এলাকা থেকে মোটরসাইকেলসহ রোহানকে আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রোহান আরও একটি মোটরসাইকেল চুরির কথা স্বীকার করেছে। তার দেওয়া তথ্যে চারঘাটের বাবুপাড়া এলাকা থেকে চুরি হওয়া একটি অ্যাপাচি আরটিআর মোটরসাইকেল রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর এলাকার ক্রাউন মোটরসাইকেল শোরুম থেকে উদ্ধার করা হয়। এ সময় শোরুমের মালিক সোহাগ আলীকেও আটক করা হয়।


সর্বশেষ সংবাদ