গৎবাঁধা না পড়ে নিজেকে গড়তে হবে নতুন বিশ্বের উপযোগী করে: শিবির সেক্রেটারি

২০ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৩ PM , আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৭ PM
নুরুল ইসলাম সাদ্দাম

নুরুল ইসলাম সাদ্দাম © টিডিসি ফটো

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, ‘গৎবাঁধা সাবজেক্টে পড়ে নয়, নিজেকে গড়ে তুলতে হবে নতুন বিশ্বের উপযোগী করে’। শনিবার (২০ সেপ্টেম্বর) স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, পিএসটিইউর উদ্যোগে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি)-এর ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

বিশ্ববিদ্যালয়ের টিএসসি কনফারেন্স হলে এই নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম।

পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটির সূচনা হয়। শুরুতে পবিপ্রবি শাখা ছাত্রশিবিরের সভাপতি জান্নাতিন নাঈম জীবন নবাগতদের উদ্দেশ্যে শুভেচ্ছা ও স্বাগত বক্তব্য রাখেন। এরপর শাখার পক্ষ থেকে নবীন শিক্ষার্থীদের হাতে রজনীগন্ধা ও উপহারসামগ্রী তুলে দেওয়া হয়। পাশাপাশি কলতান শিল্পীগোষ্ঠী ইসলামী সংগীত পরিবেশন করে।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, পবিপ্রবি শাখার সভাপতি মো. জান্নাতিন নাঈম জীবন। এরপর নবীন শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুভূতি ব্যক্ত করেন ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাইম, ফারিয়া তাহসিন, তৌসিফ মুসতাকিম এবং হাসিফা নাজনীন হেনা।

এরপর বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও পটুয়াখালী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান আবদুল্লাহ আল নাহিয়ান, ছাত্রশিবিরের কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক মো. হারুনুর রশিদ রাফি, ডাকসুর নবনির্বাচিত আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক হাফেজ মো. সাখাওয়াত জাকারিয়া, বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের শিক্ষক অধ্যাপক ড. মো. আব্দুল মাসুদ, স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, পিএসটিইউ-এর প্রধান পৃষ্ঠপোষক ও বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মো. আব্দুল লতিফ এবং সর্বশেষে বক্তব্য ও শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম।

ডাকসুর সদ্য নির্বাচিত আইন ও মানবাধিকার সম্পাদক হাফেজ মো. সাখাওয়াত জাকারিয়া নবীনদের উদ্দেশ্যে বলেন, ‘বিশ্ববিদ্যালয় জীবনের শুরুটা যেন হয় ইতিবাচক উদ্যমে। প্রত্যেক শিক্ষার্থীকে একাডেমিক পড়াশোনার পাশাপাশি উপযোগী সংগঠন, নেতৃত্বগুণ এবং এক্সট্রা-কারিকুলার কার্যক্রমে যুক্ত হয়ে নিজেদের বিকশিত করতে হবে।’

স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক ও বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক আব্দুল লতিফ তার বক্তব্যে বলেন, ‘বিশ্ববিদ্যালয় জীবনের শুরুতে সঠিক লক্ষ্য স্থির করা অত্যন্ত জরুরি। শুধু ভালো রেজাল্ট নয়, সততা, মানবিকতা ও সৃজনশীলতা দিয়ে নিজেদের গড়ে তুলতে হবে। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি সুযোগকে কাজে লাগিয়ে তোমাদের দক্ষতা বাড়াতে হবে, তবেই তোমরা দেশ ও সমাজের প্রকৃত সম্পদে পরিণত হবে।’

সবশেষে প্রধান অতিথির বক্তব্যে নুরুল ইসলাম সাদ্দাম নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘আজকের নবীন শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যৎ স্থপতি। তোমরা যদি জ্ঞান, চরিত্র, আদর্শ ও নৈতিকতার আলোয় নিজেদের জীবন গড়ে তোলো, তবে একদিন এই দেশকে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জন করবে। শিক্ষা কখনো কেবল সার্টিফিকেট অর্জনের মাধ্যম হতে পারে না; বরং শিক্ষা হতে হবে আত্মশুদ্ধি, দায়িত্ববোধ ও মানবকল্যাণের হাতিয়ার। উচ্চশিক্ষা অর্জনের মাধ্যমে গবেষণা, প্রযুক্তি, উদ্ভাবন এবং নৈতিক নেতৃত্বের সমন্বয়ে তোমাদের সমাজ ও দেশকে এগিয়ে নিতে হবে।’

তিনি আরও বলেন, ‘বিশ্ব রাজনীতির অস্থিরতা, সমাজে নৈতিক অবক্ষয় কিংবা অর্থনৈতিক চ্যালেঞ্জ— যে কোনো পরিস্থিতিতেই একজন শিক্ষার্থীকে দৃঢ় মনোবল ও সততার সঙ্গে এগিয়ে যেতে হয়। সৎ হওয়া ছাড়া সুন্দর দেশ গড়া অসম্ভব। ভবিষ্যতে কর্মক্ষেত্রে প্রবেশের ক্ষেত্রে মনে রেখো— যোগ্যতা ও নৈতিকতার সমন্বয় ছাড়া প্রকৃত সফলতা সম্ভব নয়।’

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নিয়ে তিনি বলেন, ‘ছাত্রশিবির সবসময় শিক্ষার্থীদের কল্যাণ, নেতৃত্ব বিকাশ ও নৈতিক চেতনা জাগ্রত করতে কাজ করে যাচ্ছে। যার জন্য রয়েছে নানা শিক্ষামূলক কার্যক্রম, গবেষণার সুযোগ এবং সামাজিক উদ্যোগ। আমরা চাই তোমরা কেবল নিজেদের জন্য নয়, বরং দেশের উন্নয়ন, সমাজের পরিবর্তন ও মানবতার কল্যাণে অবদান রাখো।’

তিনি আরও বলেন, ‘আমি বিশ্বাস করি— আজ যারা নবীন শিক্ষার্থী হিসেবে এই ক্যাম্পাসে প্রবেশ করলো, তারাই আগামী দিনে আদর্শ নাগরিক, সৎ পেশাজীবী এবং দেশপ্রেমিক নেতা হয়ে উঠবে। তোমাদের ওপর আমাদের পরিবার, সমাজ ও দেশের অগাধ প্রত্যাশা রয়েছে। এই প্রত্যাশা পূরণে জ্ঞান অর্জনের পাশাপাশি চরিত্র গঠনকেও সর্বাধিক গুরুত্ব দিতে হবে।’

সবশেষে নবীন শিক্ষার্থীদের খাবার পরিবেশনের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

রাবিপ্রবিতে প্রক্টরীয় ও শৃঙ্খলা সংক্রান্ত নীতিমালা নিয়ে ব…
  • ১৬ জানুয়ারি ২০২৬
ট্রাম্পকে নিজের নোবেল পদক উপহার দিলেন মাচাদো
  • ১৬ জানুয়ারি ২০২৬
এমআইএসটি ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
  • ১৬ জানুয়ারি ২০২৬
টালমাটাল অবস্থা কাটিয়ে আজ মাঠে ফিরছে বিপিএল
  • ১৬ জানুয়ারি ২০২৬
ভেনেজুয়েলার তেল বিক্রি শুরু করল যুক্তরাষ্ট্র
  • ১৬ জানুয়ারি ২০২৬
৪৫ আসন সমস্যা নয়, ভিন্ন ভয় ইসলামী আন্দোলনের
  • ১৬ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9